বাংলারজমিন

নাসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে বিজয়ী ৩৬ নারী ও পুরুষ কাউন্সিলর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৮:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ড (সাধারণ) ও সংরক্ষিত ৯টি মহিলা ওয়ার্ডে বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। গতকাল সোমবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। বিজয়ী কাউন্সিলদের (সাধারণ) মধ্যে ১৪টিতে আওয়ামী লীগ, ৯টিতে বিএনপি, ২টিতে জাতীয় পার্র্টি, একটিতে বাসদ ও একটিতে দল নিরপেক্ষ প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী মহিলা কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের ৪, বিএনপির ২, জাতীয় পার্র্টি ২ ও দল নিরপেক্ষ একজন। বিজয়ী সাধারণ কাউন্সিলরদের মধ্যে ১২ জন নতুন মুখ ও সংরক্ষিত ওয়ার্ডে একজন নতুন মুখ রয়েছেন। সাধারণ ওয়ার্ডে বিজয়ী ২৭ কাউন্সিলর হলেন, ১নং ওয়ার্ডে আনোয়ার ইসলাম (আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে ইকবাল হোসেন (বিএনপি), ৩নং ওয়ার্ডে শাহজালাল বাদল (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়া (আওয়ামী লীগ), ৫নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল (বিএনপি), ৬নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (আওয়ামী লীগ), ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান খান (আওয়ামী লীগ), ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (আওয়ামী লীগ), ১০নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (আওয়ামী লীগ), ১১নং ওয়ার্ডে অহিদুল ইসলাম (বিএনপি), ১২নং ওয়ার্ডে শওকত হাসেম (বিএনপি), ১৩নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার (বিএনপি), ১৪নং ওয়ার্ডে  মনিরুজ্জামান মনির (আওয়ামী লীগ), ১৫নং ওয়ার্ডে অসিত বরণ (বাসদ), ১৬নং ওয়ার্ডে মো. রিয়াদ হাসান (দলনিরপেক্ষ), ১৭নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু (আওয়ামী লীগ), ১৮নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (আওয়ামী লীগ), ১৯নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ), ২০নং ওয়ার্ডে শাহেন শাহ আহমেদ (বিএনপি), ২১নং ওয়ার্ডে মো. শাহিন মিয়া (বিএনপি), ২২নং ওয়ার্ডে সুলতান আহমেদ ভূঁইয়া (বিএনপি), ২৩নং ওয়ার্ডে আবুল কাওসার আশা (বিএনপি), ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেন (জাতীয় পার্র্টি), ২৫নং ওয়ার্ডে এনায়েত হোসেন (বিএনপি) ২৬নং ওয়ার্ডে সামছুজ্জোহা (আওয়ামী লীগ) ও ২৭নং ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ)। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৪৮ জন প্রার্থী।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১, ২ ও ৩ ওয়ার্ডে বিজয় মাকসুদা মোজাফফর (আওয়ামী লীগ), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম (আওয়ামী লীগ), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আয়শা আক্তার দিনা (বিএনপি), ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম  (আওয়ামী লীগ), ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শারমিন আক্তার বিন্নি (জাতীয় পার্র্টি), ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা (দল নিরপেক্ষ), ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে শিউলী নওশাদ (জাতীয় পার্টি), ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে শাওন অঙ্কন (বিএনপি), ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সানিয়া আক্তার (আওয়ামী লীগ)। সংরক্ষিত ৯টি মহিলা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩৪ জন প্রার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status