বাংলারজমিন

সাত মণ ওজনের শাপলাপাতা মাছের দাম ১ লাখ ১২ হাজার

বরগুনা প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ৩:৩৬ অপরাহ্ন

বরগুনার পাথরঘাটা মৎস্য ঘাটে ১ লাখ ১২ হাজার টাকায় একটি শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে ১৬ হাজার টাকা মণ দরে মাছটি কেনেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামের একজন পাইকার।

এর আগে রোববার দুপুরে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছধরা ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে সাত মন ওজনের ওই শাপলা পাতা মাছটি।

এ বিষয়ে এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমান মিয়া বলেন, রোববার সকালে সাগরে জাল পেতে অপেক্ষা করতে ছিলাম। দুপুরে যখন জাল তুলতে ছিলাম তখন দেখি বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। পরে সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এনে মাছটি নিলামে বিক্রি করা করেছি।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার মো. টিপু খান জানান, এত বড় আকারের শাপলা পাতা সহজে ধরা পড়ে না। মাছটির ওজন হয়েছে সাত মন। তাই সর্বোচ্চ দামেই এটা বিক্রি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status