কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কলকাতায় হানি ট্র্যাপ, সতর্ক করলো পুলিশ, প্রতারিত হচ্ছে মানুষ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ১২:২০ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে অপরিচিত নারীর মাদকতাপূর্ণ মেসেজ কিংবা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট৷ আপনি মেসেজের জালে ধরা পড়লেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিলেন, জানবেন আপনার সর্বনাশ হয়ে গেল৷ কলকাতা এবং শহরতলিতে হানি ট্র্যাপ ছড়িয়ে পড়ছে৷ ভিডিও কলে অন্তরঙ্গ কথোপকথন অথবা অন্তরঙ্গ চ্যাটিংকে কেন্দ্র করে এরপরই ব্ল্যাকমেইল করা হচ্ছে৷ লুটে নেয়া হচ্ছে সব অর্থ৷ পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম সেলের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় জনগণকে এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, কোনো অপরিচিত নম্বরের কলে সাড়া না দিতে বা দিলেও এমন কোনো আলাপ না করতে যা ভবিষ্যতে বিপদ ঘটাতে পারে৷

কল্যাণ বাবু মানবজমিনকে এক সাক্ষাৎকারে জানান, আজকাল এই হানি ট্র্যাপ এত ভয়ঙ্কর হচ্ছে যে, কোনো পুরুষ কোনো পুরুষকে ভিডিও কলে আহ্বান করার পর দেখা যাচ্ছে অন্যপ্রান্তে স্বল্প বসনা কোনো সুন্দরী আছে৷ এই চ্যাট এর স্ক্রিনশট নিয়েও প্রতারণা করা হচ্ছে৷ কল্যাণ বাবু সচেতন করে দিয়ে বলেছেন, হানি ট্র্যাপ সম্পর্কে সকলে সাবধান৷ একটি চক্র এই কাজ করছে৷ দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ সবরকম চেষ্টা করছে৷ কোনো মানুষ হানি ট্র্যাপ বা অন্য প্রতারণার শিকার হলেই তাঁরা যেন ভবানী ভবনে সাইবার সেলে যোগাযোগ করেন বলে ডি আই জি সি আই ডি জানিয়েছেন৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status