ভারত

কলকাতা কথকতা

প্রেমের সমাধি শ্রীঘরে, বাংলাদেশি কিশোরী ভারতীয় তরুণের মিলনে বাধা আইন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ১০:৪৪ পূর্বাহ্ন

ফেসবুকে আলাপ। তারপর ফেসবুকের মাধ্যমেই প্রেম। বগুড়ার ১৮ বছরের কিশোরীটি আর কোনো বাধাই মানতে চায়নি। বর্ডার গার্ড বাংলাদেশের চোখে ধুলো দিয়ে দিনহাটার দিঘলতরি সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে কিশোরী প্রবেশ করে ভারতে। উদ্দেশ্য, তুফানগঞ্জে প্রেমিকের কাছে পৌঁছানো। দুর্নিবার এই প্রেমের টান কিন্তু ভারতীয় সীমান্তরক্ষীদের ক্ষমা পায়নি। বর্ডার সিকিউরিটি ফোর্স এর ১২৯ নম্বর ব্যাটালিয়ন কিশোরীকে গ্রেপ্তার করে অনভিপ্রেত অনুপ্রবেশের জন্য।

বগুড়ার কিশোরীকে আদালতে পেশ করা হয়। তাকে সাতদিনের জেল হেফাজত দেয়া হয়েছে। প্রেমিক প্রবর বাড়িতে ছাদনাতলা সাজিয়ে অপেক্ষা করছিলো প্রেমিকার জন্য। হবু বরকে এখন আইন আদালত করতে হচ্ছে। কলকাতায় বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেমের টানে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ বেড়েই চলেছে, ভারত থেকেও বাংলাদেশে প্রেমঘটিত কারণে অনুপ্রবেশ হচ্ছে। তবে, সংখ্যাটা কম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status