ভারত

কত্থক নৃত্যশিল্পে ইন্দ্রপতন, প্রয়াত বিরজু মহারাজ

বিশেষ সংবাদদাতা

১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

শুধু ভারত নয়, এই উপমহাদেশে কত্থক নৃত্যশিল্পে একটি যুগের অবসান হল সোমবার ভোরে৷ প্রয়াত হলেন নৃত্য সম্রাট পন্ডিত বিরজু মহারাজ৷ বয়স হয়েছিল ৮৩ বছর৷ মূলত বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হল তাঁর৷ পন্ডিত বিরজু মহারাজের মৃত্যুর সঙ্গে সঙ্গে কত্থক নাচের মহাগুরুর নিষ্ক্রমণ ঘটলো৷ দেশে-বিদেশে অবশ্য থেকে গেল তাঁর অসংখ্য ছাত্র ছাত্রী ৷ বিরজু মহারাজ ছিলেন লখনৌ কালকি বিন্দানি ঘরানার অনুসারী৷

তাঁর দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্ছু মহারাজও ছিলেন এই ঘরানার শিল্পী৷ বিরজু মহারাজ প্রথম পাঠ নেন তাঁর বাবা আচ্চন মহারাজের কাছ থেকে৷ পরবর্তী পর্বে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান বলে গণ্য হন৷ দেশে বিদেশে তাঁর কত্থক নাচ আদৃত হয়৷ তিনি বহু ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন৷ বিদেশী রাষ্ট্রনায়করা ভারতে এলেই বিরজু মহারাজের ডাক পড়তো নৃত্যকলা প্রদর্শনের জন্য৷ আন্তর্জাতিক বহু অনুষ্ঠানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status