শেষের পাতা

শিল্পকলার ডিজি লাকীকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ৯:২৪ অপরাহ্ন

শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ১০টার দিকে লাকী দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এর কিছু সময় পর দুদক উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত লাকীকে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে আমাদের অনুসন্ধানকারী দল জিজ্ঞাসাবাদ করেছে। তার বক্তব্য ও নথিপত্র বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দুদক সচিব বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ যাচাই-বাছাই করার পর আমাদের মনে হয়েছে আরও অনুসন্ধান দরকার। তাকে (লিয়াকত আলী লাকী) প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে বলা হয়েছিল। তিনি তা করেছেন। এখন অনুসন্ধানকারী দল এসব বিশ্লেষণ করবেন। যদি আরও নথির প্রয়োজন হয়, সেটাও দাখিল করতে বলা হবে। এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পকলার মহাপরিচালক  বলেন, যেসব অভিযোগ এসেছে অধিকাংশই অপপ্রচারের অংশ হিসেবে এসেছে। আপনারা সাংবাদিক বন্ধুরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, আপনারা আমাদের সম্পদ। সাংবাদিকতা যদি ব্যাহত হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লাকী বলেন, বলা হচ্ছে ২৬ কোটি টাকা লোপাট, বলতে হবে এখানে ২৬ কোটি টাকার ব্যত্যয় আছে। যদি সেটা না হয় তাহলে অপপ্রচার হয়ে যায়। আমি একটা বিল পরিশোধ করিনি, বলা হলো আমি ভুয়া বিল ভাউচার নিয়ে পরিশোধ করলাম, তাহলে তো বস্তুনিষ্ঠতা থাকলো না। তিনি বলেন, ‘আপনারা যে ২৬ কোটি টাকার কথা বলছেন, তা ২১ কোটি হবে। এর মধ্যে ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। দেড় কোটি টাকা ভ্যাট-ট্যাক্স দিয়েছি। বাকি ১২ কোটি টাকা আমার সংস্থার বেতন-ভাতা, বিদ্যুৎ বিল পরিশোধে ব্যয় হয়েছে। এখানে প্রায় এক দেড় কোটি টাকায় মন্ত্রণালয়ের বিল পরিশোধ করেছি। আন্তর্জাতিক অনেক প্রোগ্রাম হয়েছে। মন্ত্রণালয় যে অর্থ দিয়েছিল সেটার বিপরীতে বিলগুলো পরিশোধ করতে হয়েছে।
ভুয়া বিল-ভাউচার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আপ্যায়ন উপ-কমিটির কনভেনর ছিলেন নওশাদ সাহেব। সেই কমিটি এটি উপস্থাপন করেছে। আমি সেই অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলাম। দেখলাম যে, দুটি বিল নিয়ে আমার কাছে প্রশ্ন এসেছে। আমি বিলে কোনো স্বাক্ষর করিনি। পরিচালককে সচিব বানানো ও ৩০শে জুনের মধ্যে টাকা তুলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, শিল্পকলায় গত ৪৭ বছরে এমন ১৫ জনকে সচিবের দায়িত্ব দেয়া হয়েছিল। দেশের অনেক সংস্থাতেই ৩০শে জুনের মধ্যে অনেক কিছু সমাপ্ত করা হয়। আগে যে সচিব ছিলেন, তিনি ২০০ নথি পেন্ডিং রেখে গিয়েছিলেন। আমার যে গরিব কর্মী তাদের যদি বেতন না দেই, তারা তো মারা যাবে।
বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা চেক সম্পর্কে বলেন, এটা ছিল নৃত্য ও সংগীত নির্মাণের বিষয়। এসব নৃত্য ও সংগীত নিয়ে আগামী ২০, ২১, ২২ তারিখে প্রোগ্রাম হতে যাচ্ছে। সেখানে উত্তর পেয়ে যাবেন।
এর আগে ৬ই জানুয়ারি লিয়াকত আলী লাকীকে তলব করে নোটিশ পাঠান অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। লাকীর বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status