দেশ বিদেশ

৪ দিনের সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল মালদ্বীপে

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে

২০২২-০১-১৬

মালদ্বীপের চীফ অব ডিফেন্স ফোর্স এর আমন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বর্তমানে মালদ্বীপ সফর করছেন। তিনি ৪ দিনের সরকারী সফরে গত ১৪ই জানুয়ারী আসেন। সফরকালে তিনি মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চীফ অব ডিফেন্স ফোর্স জেনারেল আহমেদ সামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । মালদ্বীপ ডিফেন্স ফোর্স এর সদর দপ্তরে তিনি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আজ ১৬ জানুয়ারী তিনি মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ভিজিট করেন ও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁর সফরসঙ্গী ও হাইকমিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। হাই কমিশনের বিবিধ কর্ম কান্ড এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ নৌ বাহিনী প্রধানকে ব্রিফিং প্রদান করেন হাই কমিশনের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ।
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আগামী ১৮ জানুয়ারী বাংলাদেশের উদেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status