অনলাইন
তৈমূরকে ঘিরে ধরে ছাত্রলীগের নৌকার স্লোগান (ভিডিও)
শাহনেওয়াজ বাবলু, নারায়ণগঞ্জ থেকে
২০২২-০১-১৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ভোটকেন্দ্রে গেলে তাকে ঘিরে রেখে নৌকা মার্কার স্লোগান দিয়েছেন ছাত্রলীগ নেতারা। আজ দুপুরে নগরীর ৯নং ওয়ার্ডের পাঠানতলী স্কুলকেন্দ্রে এ চিত্র দেখা গেছে। এ সময় হাতি মার্কার সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থল ত্যাগ করেন তৈমূর। ঘটনাটি বিব্রতকর বলে অভিযোগ করেছেন তৈমূর আলম খন্দকার।
সরজমিনে দেখা যায়, স্বতন্ত্র প্রাথী তৈমূর আলম পাঠানতলী স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার সময় তাকে ঘিরে ধরে নৌকা প্রতীকের সমর্থিত নেতাকর্মীরা। এ সময় পিছন দিক থেকে নৌকা স্লোগান দেন তারা। স্লোগান দেয়া সবাই স্থানীয় ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
সরজমিনে দেখা যায়, স্বতন্ত্র প্রাথী তৈমূর আলম পাঠানতলী স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার সময় তাকে ঘিরে ধরে নৌকা প্রতীকের সমর্থিত নেতাকর্মীরা। এ সময় পিছন দিক থেকে নৌকা স্লোগান দেন তারা। স্লোগান দেয়া সবাই স্থানীয় ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।