খেলা

ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত শর্মা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:৩২ অপরাহ্ন

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাঁর উত্তরসূরি খোঁজার চেষ্টায় নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, শেষ মুহূর্তে কোনো ওলোটপালোট না হলে ভারতীয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা৷ ইতিমধ্যেই রোহিত ভারতের টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলের অধিনায়ক৷ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় বোর্ড তাঁকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিলো৷ অঘটন না ঘটলে লাল বলের ক্রিকেটেও অধিনায়ক হচ্ছেন রোহিত৷ আরও তিনটি নাম উঠে এসেছে আলোচনায় - কে এল রাহুল, ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার ৷ মুম্বাই ইন্ডিয়ান্সকে আই পি এলে পাঁচবার ট্রফি দেওয়া রোহিতের মতো রাহুলেরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে৷ বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে রাহুল দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্বও দেন ৷ কিন্তু, তা সত্ত্বেও কে এল রাহুল নির্বাচকদের নম্বর পাচ্ছেন না তাঁর লাইফস্টাইল এর জন্যে৷ অবসর সময়ে অকৃপণ মদ্যপানের রেকর্ড, বলিউড অভিনেতা সুনীল শেটির মেয়ের সঙ্গে লিভ ইন সম্পর্ক তাঁর স্বচ্ছ ইমেজের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে৷ ঋষভ পন্থকে অনেকে দ্বিতীয় মাহেন্দ্রা সিং ধোনি বললেও তাঁর সেই পরিণতি হয়নি বলেই মনে করছেন নির্বাচকরা ৷ শ্রেয়াস আয়ার চতুর্থ বাছাই এই দলনেতার পদের জন্যে, কিন্তু দলের অন্যদের কাছে আয়ারের গ্রহণযোগ্যতা কতটা তাই নিয়ে নির্বাচকরা ধন্দে ৷ সুতরাং, বিরাট কোহলির জায়গায় দু'হাজার আঠারো সালে অধিনায়ক হিসেবে এশিয়া কাপ জেতা রোহিত শর্মাকেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি ৷ প্রশ্ন একটাই, রোহিতের নেতৃত্বে বিরাট কোহলিকে দেখা যাবে তো?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status