খেলা

এক জয়েই হাওয়ায় ভাসতে চান না মুমিনুল

স্পোর্টস রিপোর্টার

১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ৮:৪৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেও ‘জয়’ ছিল অধরা। প্রতিবারই দেশে ফিরতে হয় হতাশা নিয়ে। তবে গতকাল মুমিনুল হক সৌরভের টেস্ট দল নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে অনন্য এক ইতিহাসকে সঙ্গী করে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। শুধু তাই নয়, সিরিজ হয়েছে ১-১ এ ড্র। তবে এমন প্রাপ্তির পরও আত্মতৃপ্তিতে ভাসতে চান না অধিনায়ক মুমিনুল হক। প্রায় ৬ সপ্তাহের সফর শেষে গতকাল বিকালে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘সামনে সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, অধিনায়ক হিসেবে আমি মনে করি। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা টেস্ট ম্যাচ জিতে খুশি থাকলাম, সেই সুযোগ নেই। আমাদের পায়ের নিচে মাটি থাকতে হবে। প্রতিদিন আরও উন্নতি করতে হবে।’
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথম পয়েন্টের অর্জন। দ্বিতীয় টেস্ট হারলেও সিরিজ ড্র করে টাইগাররা। ২০১১ সালের পর এই প্রথম সেখানে গিয়ে ম্যাচ জিততে পারলো উপমহাদেশের কোনো দল। মুমিনুল বলেন, ‘কোনো ক্যারিশমা নেই, কোনো জাদু-মন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, অনেক দিন থেকে চেষ্টা করছি একটা দল হিসেবে খেলার, সেটাই করেছি। বাংলাদেশ তখনই ভালো করে, যখন দল হিসেবে খেলেছে। বিশেষ করে টেস্টে। একজন-দুজন পারফর্ম করলে হয় না। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দল হিসেবে আমরা ভালো ব্যাট করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে মোটামুটি কাভার করার চেষ্টা করেছি আমরা। কিন্তু টেস্টে প্রথম ইনিংসে ধস নামলে ফিরে আসা কঠিন।’ এই জয়ের পর টাইগারদেরে জন্য বিদেশ সফরের চ্যালেঞ্জটা এখন অনেক কঠিন বলেই মনে করেন টেস্ট অধিনায়ক। তিনি বলেন. ‘এখন আমি চিন্তিত পরের সিরিজগুলো নিয়ে। সামনে অনেক ভালো সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিপক্ষে খেলতে হবে আমাদের।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status