বাংলারজমিন

সিলেটের জল্লারপাড়ে মুসল্লিদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

আরমান হত্যা মামলায় জল্লারপাড়ের স্থানীয় বাসিন্দা ও জল্লারপাড় জামে মসজিদ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন খান শিপলু ও আনোয়ার বক্‌স ভুলু মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বাদ জুম্মা দাঁড়িয়াপাড়া পয়েন্টে বৃহত্তর জল্লারপাড়, দাঁড়িয়াপাড়া, জামতলা, জিন্দাবাজার, ছড়ারপার, কামালগড়, মহাজন পট্টি, হাসান মার্কেট, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের মামলায় ফাঁসানো হয়েছে। শাখাওয়াত হোসেন খান ও আনোয়ার বক্‌স এলাকার অত্যন্ত পরিচিত মুখ এবং সমাজসেবায় তাদের অনেক অবদান রয়েছে। বক্তারা অনতিবিলম্বে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়ার জোর দাবি জানান। জল্লারপাড় মসজিদ কমিটির সেক্রেটারি আলা বক্‌স রুকনের সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক এহসানুল হক তাহেরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম আহমদ, আওয়ামী লীগ নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহাদত হোসেন খান, আলহাজ বাবর বক্‌স। উপস্থিত ছিলেন গৌছুল আলম গেদু, জল্লারপাড় জামে মসজিদের মোতাওয়াল্লি তফাজ্জুল হোসেন ইমন, সাহেদ বক্‌স, সোহেল খান, রুমেল খান, আব্দুল মান্নান মনজু, আব্দুল মুকিত অপু, হাজী সুনু মিয়া, হেদায়েত হোসেন খান, আজাদ খান, সাদী হাসান খান, মোরশেদ আলী, জাহাঙ্গীর আলম, হোসেন আহমদ, কামরান আহমদ, জাবেদ শাকিল, মতিয়ার, জাহেদ মোস্তাফিজ ছামি, এজাজ নোমান, জাহিদ উদ্দিন, সোহাগ বক্‌স প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status