বাংলারজমিন

টাঙ্গাইল-৭ উপনির্বাচন

মির্জাপুর থানার ওসি রিজাউল হক প্রত্যাহার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:৪৫ অপরাহ্ন

আগামী ১৬ই জানুয়ারি টাঙ্গাইল-৭ আসনের এমপি পদে উপনির্বাচন। কিন্তু এর মধ্যেই আকস্মিকভাবে প্রত্যাহার হলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক। গত বছরের ৬ই জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এই কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে গতকাল দুপুরে নিশ্চিত করেছেন ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসনের রিটার্নিং অফিসার  মো. শাহেদুন্নবী চৌধুরী। প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে সকালে নির্বাচনের দায়িত্বে থাকা এই কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে, বিষয়টি নিয়ে তিনি ওই মুহূর্তে কিছু জানাতে পারবেন না বলে জানান। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদকে নতুন দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান। এদিকে মির্জাপুর থানা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে নিজের প্রত্যাহারের বিষয়টি নিজেই জানান মো. রিজাউল হক। এ সময় মির্জাপুর থানা মসজিদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমন সংবাদে মর্মাহত হন উপস্থিত মুসল্লিরা। উল্লেখ্য, আসনটিতে এমপি পদে লড়ছেন ৫ প্রার্থী। এরমধ্যে জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির বরাবরই ভোট সুষ্ঠু হবে কিনা এই নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status