বাংলারজমিন
মৌলভীবাজারে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০২২-০১-১৫
মৌলভীবাজার সদর উপজেলার লামা জগন্নাথপুর গ্রামের আশরাফ মঞ্জিলে কালের কণ্ঠ শুভ সংঘের সহযোগিতায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। গতকাল বিকালে কালের কণ্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা জোবায়ের আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। সাবেক ইউপি সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নাট্যকার খালেদ চৌধুরী, মহিলা সদস্য লুবনা বেগম, সমাজসেবক মনির আলী, খোরশেদ আলম, সেফুল আমিন প্রমুখ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্না বলেন সারা দেশের তুলনায় মৌলভীবাজারে অনেক ঠাণ্ডা পড়েছে। প্রকৃত শীতার্ত যারা তাদেরকে বাছাই করে আমরা মৌলভীবাজার জেলা শাখার বন্ধুরা কম্বল পৌঁছে দিচ্ছি। এখানে ৪শ’ কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে জেলার আরও ৬ উপজেলায় ২ হাজার কম্বল বিতরণ করা হবে।