বাংলারজমিন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সামছুল হক সভাপতি ও মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সামছুল হক সভাপতি ও মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৭৯৩ ভোটারের মধ্যে ১৫৩৫ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন আইনজীবী প্রার্থী। গতকাল ভোর ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দীন এডভোকেট। এ সময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মইনুল হক এডভোকেট ও মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট। ঘোষিত ফলাফল অনুযায়ী মো. সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে সভাপতি, মো. এখলাছুর রহমান ৮৪৪ ভোট পেয়ে সহ-সভাপতি-১, হাদিয়া চৌধুরী মুন্নী ৬৫৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, বিজিত লাল তালুকদার ৪৬৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, শাবানা ইসলাম ৬৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মো. সোহেল মিয়া ৮০২ ভোট পেয়ে সমাজবিষয়ক সম্পাদক পদে, মো. হুসাইনুর রহমান লায়েছ ৭৫০ ভোট পেয়ে সহ-সমাজবিষয়ক সম্পাদক পদে, এফএইচএম. সাজেদুল ইসলাম (সজীব) ১০২৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, মোহাম্মদ সেলিম মিয়া ৯০৮ ভোট ও মো. আব্দুল মুকিত ৮৩১ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, আরিফ আহমদ ১০৯৩ ভোট, গোলজার হোসেন খোকন ১০৪২ ভোট ও মো. সাদিদুর রহমান (রিপন) ৯২৬ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গফফার-১১৭৪ ভোট, মো. আখতার হোসেন খান-১০৮৫ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন)-৯৬৪ ভোট, মো. রাজ উদ্দিন-৯৩৮ ভোট, মো. আব্দুল ওদুদ-৯৩২ ভোট, মো. আনোয়ার হোসাইন-৯১০ ভোট, কল্যাণ চৌধুরী-৯০০ ভোট, আব্দুল মালিক-৮৯৯ ভোট, গিয়াস উদ্দিন-৮৮৩ ভোট, এমদাদুল হক-৮৫৩ ভোট ও আবু মো. আসাদ-৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status