বাংলারজমিন
শ্রমিক নেতা আটকের প্রতিবাদে চিলমারীতে সড়ক অবরোধ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০২২-০১-১৫
শ্রমিক নেতা আটকের প্রতিবাদে চিলমারীতে সড়ক অবরোধ করা হয়েছে। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারীতে গাড়ি পার্কিংয়ের বিষয় নিয়ে লেবার শ্রমিক সভাপতি বাদশা আলমগীরকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টার দিকে উপজেলা পাম্প মোড় এলাকায় গাড়ি থামানো ও পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে কথার একপর্যায়ে দায়িত্বরত পুলিশ অফিসার বাদশা আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে শ্রমিকরা পাম্প মোড় এলাকায় জমা হয় এবং সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালীন যানজোট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ। ট্রাক শ্রমিক চিলমারী শাখার সভাপতি শ্রী রমেন চন্দ্র রায় রবিন বলেন, ২/৪টি মালবাহী গাড়ি পাম্প মোড় এলাকায় লেবারের জন্য দাঁড়ালে পুলিশ অফিসার আশাদুজ্জামান হঠাৎ চড়াও হয়ে গাড়িগুলো সরাতে বলেন। এ সময় লেবার শ্রমিক সভাপতি বলেন, লেবার আসলে গাড়িগুলো চলে যাবে জানালে তিনি মানতে রাজি না হয়ে একপর্যায়ে অন্যায়ভাবে বাদশা আলমগীর ভাইকে তুলে নিয়ে যায়। তিনি আরও জানান, বাদশা আলমগীরকে ছেড়ে না দিলে আমাদের অবরোধ চলবে। এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।