খেলা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অলিম্পিক এসোসিয়েশনের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার

১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:০৭ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, কাজী নাবিল আহমেদ, লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.) ও অঞ্জন চৌধুরী, উপ-মহাসচিব ইন্তেখাবুল হামিদ, আশিকুর রহমান মিকু ও নজিব আহমেদ এবং কোষাধ্যক্ষ একে সরকারসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ’র সভাপতি এসএম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মপন্থা যেগুলো করা হয়েছিল তা কোভিডের কারণে সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এই কমিটির জন্য দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।’ বিশেষ এই সময়ে কমিটির দায়িত্ব পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করেন এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘আমরা এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। এবং সেগুলো যতদিন জীবিত ছিলেন উনি কিন্তু এটা প্রদর্শন করেছেন। আজ সত্যি ভাগ্যবান মনে করছি নিজেদের, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে। আমরা আগেও বলেছি এই কমিটি দায়িত্ব নিয়েছে এবং আগের চেয়ে ভালো কিছু করতে চায়। ইনশাআল্লাহ্‌ আমরা সেটা করে দেখাবো।’ এই বছর এশিয়ান গেমস ও কমনওয়েল্‌থ গেমসসহ ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। এ বিষয়ে বিওএ সভাপতি বলেন, ‘প্রথম দায়িত্ব নিয়ে বলেছি, আমরা এমন গোল ফিক্সড করতে চাই যেটা অ্যাচিভেবল। আমরা সে রকমই গোলই ফিক্সড করেছি। এটা অনেকগুলো মনে হলেও অ্যাচিভেবল। আমরা সেটা ইনশাআল্লাহ্‌ করে দেখাবো। এর জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।’ নিজের কমিটির ওপর আস্থা রেখে বিওএ সভাপতির বলেন, ‘কমিটিতে আমাদের যারা আছেন তারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। আমাদের মহাসচিব থেকে শুরু করে সহ-সভাপতি সদস্যগণ যারা আছেন নিজস্ব ফিল্ডে তারা কিন্তু প্রত্যেকে কীর্তিমান। আমি তাদের ওপর দৃঢ়ভাবে আস্থা রাখছি। মনে করছি আমাদের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেটা অর্জন করতে পারবো।’ কমনওয়েলথ গেমসে পদক সংখ্যা অর্জন নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘এটা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। তবে আশা করি আগের চেয়ে ভালো করবো। এরজন্য অনেক কিছু ডিপেন্ডেন্ট থাকে। যেদিন আপনার দিন থাকবে অনেক কিছু পক্ষে যাবে।  ইটস এ ম্যাটার অব সেকেন্ডস সামটাইমস টু অ্যাচিভেবল। আমরা আশাবাদী।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status