খেলা

একাদশে ফিরলেন আলভেস, বাদ নেইমার

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:০৭ অপরাহ্ন

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আর দুই ম্যাচ খেলা বাকি ব্রাজিলের। ম্যাচ দু’টি সামনে রেখে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে। স্কোয়াডে ফিরেছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র এবং রদ্রিগোও সুযোগ পেয়েছেন, তবে বাদ পড়েছেন অ্যাঙ্কল ইনজুরিতে ভোগা নেইমার জুনিয়র। ২৭শে জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে নামবে ব্রাজিল। এরপর ১লা ফেব্রুয়ারি মুখোমুখি হবে প্যারাগুয়ের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচই হারেনি ব্রাজিল। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্র নিয়ে সেলেসাওরা রয়েছে টেবিলের শীর্ষে। আর ৮ জয় ও ৫ ড্রয়ে আর্জেন্টিনার অবস্থান দুই নম্বরে।
ব্রাজিলের সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা যায়নি ৩৮ বছর বয়সী আলভেসকে। যদিও সেলেসাওদের ২০২২ টোকিও অলিম্পিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বার্সেলোনায় ফেরার পর ৮ই জানুয়ারি প্রথম লীগ ম্যাচ খেলতে নামেন আলভেস। গত বুধবার স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ মাদ্রিদের বিপক্ষেও তাকে শুরুর একাদশে রাখেন বার্সেলোনা কোচ জাভি। ম্যাচে রিয়ালের কাছে ৩-২ গোলে হারে আলভেসের দল। রিয়ালের হয়ে এক গোল করেন ভিনিসিউস। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে রয়েছেন দারুণ ফর্মে। সব প্রতিযোগিতায় ২৭ ম্যাচে করেছেন ১৫ গোল। ভিনির সতীর্থ রদ্রিগোও আগের চাইতে বেশি সময় খেলার সুযোগ পাচ্ছেন রিয়ালে।
ব্রাজিল কোচ তিতে বলেন, ‘তরুণ খেলোয়াড়দের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের ওপর প্রত্যাশা চাপিয়ে দেয়া উচিত নয়। রিয়ালে ভিনিসিউসের তৃতীয় মৌসুম চলছে। সে নিজেকে জাহির করছে। এটা একটা প্রক্রিয়া এবং তাদের ব্যাপারে আমাদের সর্তক হতে হবে। তাকে আরো পোক্ত হওয়ার সুযোগ দিতে হবে আমাদের।’
বার্সেলোনা ছেড়ে ৬ মাসের জন্য ধারে অ্যাস্টন ভিলায় খেলতে যাওয়া কুটিনহোকে নিয়ে ব্রাজিল  কোচের মন্তব্য,‘কুটিনহো তার সেরাটা ফিরিয়ে আনছে। জাতীয় দলে ফেরার একটা কন্ডিশনে রয়েছে সে।’
ব্রাজিল স্কোয়াড: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস), এমারসন রয়্যাল (টটেনহ্যাম), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), আলেক্স তেল্লেস (ম্যানইউ), মার্কিনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), গারসন (মার্শেই), ব্রুনো গুইমারেস (লিঁও), ফিলিপে কুটিনহো (অ্যাস্টন ভিলা), লুকাস পাকুয়েতা (লিঁও), রাফিনহা (লিডস), অ্যান্টোনি (আয়াক্স), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাবি (ফ্ল্যামেঙ্গো), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ভিনিসিউস (রিয়াল মাদ্রিদ)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status