অনলাইন

বঙ্গোপসাগরে ভারত-জাপানের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার, ৬:০৫ অপরাহ্ন

বঙ্গোপসাগরের জাপানের সাথে যৌথ নৌ মহড়া শুরু করেছে ভারত। গত  বৃহস্পতিবার, জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের জাহাজ উরাগা এবং হিরাডোর সাথে মহড়া আরম্ভ করেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ কাদমাত এবং শিবালিক। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, জাপানের উভয় জাহাজ দুটো মাইনসুইপার ডিভিশন ওয়ানের অংশ। জাহাজগুলো ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছিলো। মহড়াটি আয়োজনের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক কার্যক্রম জোরদার এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে আন্তঃসম্পর্ক বাড়ানো বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। মহড়া চলাকালে বিস্তৃত পরিসরের মেরিটাইম অপারেশন যেমন- ফ্লাইং অপারেশন, রিপ্লেনিশমেন্ট অ্যাপ্রোচস এবং ট্যাকটিক্যাল ম্যানুভার্স অনুশীলন করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। গোটা আয়োজনটি কোভিড বিধি মেনে পরিচালনা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ভারত ও জাপানের মধ্যকার নৌ সহযোগিতা। কোয়াড গঠন এর অন্যতম কারণ। এর আগে গত বছরও অক্টোবর মাসে আরব সাগরে জিম্যাক্স মহড়ায় অংশ নিয়েছিলো ভারত ও জাপানের নৌবাহিনী। মূলত, সমুদ্র নিরাপত্তা জোরদারকে কেন্দ্র করে ২০১২ সাল থেকে এই মহড়া পরিচালনা করে আসছে দুই দেশ। সূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status