অনলাইন
নিখোঁজের দুইদিন পর ঢাবি’র সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার, ৫:৪১ অপরাহ্ন

গাজীপুরের কাশিমপুরে নিখোঁজের দুইদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সাঈদা গাফফার এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। শুক্রবার অধ্যাপক সাঈদার মরদেহ বাসার পাশের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয়। গত দুদিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন। পুলিশ জানায়, নিহত প্রফেসর সাহিদা গাফফার কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। একই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পের নিজের একটি ফ্লাটের নির্মাণ কাজ করাচ্ছিলেন তিনি। তার প্লটের আনারুল নামের রাজমিস্ত্রি কাজ করেন। নিহত প্রফেসর সাহিদা গফফার এর হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল রাজ মিস্ত্রি। তখন তিনি ডাক চিৎকার দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে টাকা নিয়ে পালিয়ে যায় ওই রাজমিস্ত্রী।
কাশিমপুর থানার উপ পরিদর্শক দীপঙ্কর রায় জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামী আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনারুল গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। নিহত সাহিদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর কিবরিয়া উল খালেক এর স্ত্রী।
কাশিমপুর থানার উপ পরিদর্শক দীপঙ্কর রায় জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামী আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনারুল গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। নিহত সাহিদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর কিবরিয়া উল খালেক এর স্ত্রী।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]