বাংলারজমিন
ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে বখাটের জেল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
২০২২-০১-১৩
ডুমুরিয়ায় এক বখাটে যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার শোভনা এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
আদালত সূত্রে জানা যায়, শোভনা উত্তর শিবপুর এলাকার মৃত গোলক মন্ডলের পুত্র শ্রীজিত মন্ডল দীর্ঘদিন যাবৎ একই এলাকার কলেজ পড়–য়া এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত শ্রীজিত (২৫) কে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক এক মাসের কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনার সময় থানা পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, শোভনা উত্তর শিবপুর এলাকার মৃত গোলক মন্ডলের পুত্র শ্রীজিত মন্ডল দীর্ঘদিন যাবৎ একই এলাকার কলেজ পড়–য়া এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত শ্রীজিত (২৫) কে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক এক মাসের কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনার সময় থানা পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।