কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-কলকাতা, পদ্মা সেতু নতুন দিগন্ত রচনা করেছে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন

২০২২ সাল থেকেই মৈত্রী এক্সপ্রেস নতুন নির্মিত পদ্মা সেতুর উপর দিয়ে চলবে। এর ফলে ঢাকা-কলকাতার মধ্যে রেল দূরত্ব ৪০০ কিলোমিটার থেকে কমে ২৫০ কিলোমিটার হবে। এই পথ অতিক্রম করতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। বাংলাদেশের এক পদস্থ রেলকর্তার সঙ্গে ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ কর্তার বৈঠকে এমন তথ্যই উঠে এসেছে। পদ্মার উপর দিয়ে ৬.২ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ প্রায় শেষ।

এই সেতু দিয়ে রেল ও গাড়ি চলার ব্যবস্থা থাকছে। ফলে ঢাকা-কলকাতা যাত্রীদের সুবিধা হবে। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস গেদে, দর্শনা হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌছায় ১০ ঘণ্টায়। নতুন ব্যবস্থায় মৈত্রী চলবে বনগাঁ-পেট্রাপোল হয়ে। ফলে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা পৌঁছাতে অসুবিধা হবে না। এর ফলে দু’দেশের অর্থনীতিও উপকৃত হবে। নতুন নির্মিত পদ্মা সেতুর একদিকে আছে মাওয়া এবং অন্যদিকে জাজিরা। এই দুটি জায়গাতেও নতুন করে সাড়া পড়েছে পদ্মা সেতুকে কেন্দ্র করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status