খেলা

বিসিবি’র জেরার মুখোমুখি হতে হবে জাহানারাকে

স্পোর্টস রিপোর্টার

১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৯:০৫ অপরাহ্ন

বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে লিখিত অভিযোগ করেছেন নারী ক্রিকেটার জাহানারা আলম। সেখানে তিনি জানিয়েছেন তাকে টিমম্যানেজমেন্ট গুরুত্ব দেয় না। তার অভিযোগের তালিকাতে রয়েছেন নারী দলের প্রধান ও একমাত্র নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও কোচ একেএম ইমদাদুল হক ইমন। কিন্তু বিসিবি’র নারী বিভাগের কয়েকটি সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী নারী পেসারের  এমন অভিযোগ নতুন নয়। এর আগেও তিনি নারী দলের কোচ, কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। তার প্রায় প্রতিটি অভিযোগেই তাকে গুরুত্ব না দেয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তার এমন অভিযোগ থেকে বাদ যাননি নারী দলের সাবেক অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমও। এসব কারণে এবার তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি’র একটি সূত্র বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করে জানায়- ‘জাহানারার এমন অভিযোগ নতুন নয়। তিনি এর আগেও কোচ, কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। এখন একজন ক্রিকেটারকে কীভাবে গুরুত্ব দেবে আমরা তার কাছে সেটির ব্যাখ্যা চাইবো। আমরা চিন্তা করেছি তার সঙ্গে কথা বলবো। সরাসরি তার মুখ থেকেই শুনবো যে আসলে তিনি কি চাইছেন বা তার অভিযোগের ব্যাখ্যা কি!’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status