অনলাইন

প্রশাসক নিয়োগ প্রত্যাহার চেয়ে আপিল বারভিডা’র

অর্থনৈতিক রিপোর্টার:

১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৮:৪৮ অপরাহ্ন

ব্যবহৃত জাপানি গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডায় আগামী ছয় মাসের জন্য উপসচিব ছাদেক আহমেদকে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আগামী ছয় মাসের মধ্যে বারভিডায় নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও ডাইরেক্টর ট্রেড অর্গানাইজেশন (ডিটিও) মো. হাফিজুর রহমান। এদিকে সম্প্রতি প্রশাসক নিযোগ প্রত্যাহার চেয়ে বাণিজ্য সচিব বরাবর আপিল আবেদন করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক। আপিল আবেদনে নিষ্পত্তি না হলে উচ্চ আদালতে যেতে প্রস্তুত সংগঠনটি।
 
জানা গেছে, সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী বর্তমান কমিটির দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। অর্থাৎ কোনো কারণে নির্দিষ্ট সময়ে বাণিজ্য সংঠনের নির্বাচন করা সম্পন্ন না হলে বর্তমান কমিটির দায়িত্ব পালন করতে পারবেন। সম্প্রতি বারভিডার বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যরা প্রশাসক নিয়োগ না করে উচ্চ আদালতের নির্দেশনা মেনে দ্রুত নির্বাচনের দাবি করে। কিন্তু একজন সদস্যের ভোটার হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার মুখে পুরোখাতটি অভিভাবকহীন হয়ে পড়ছে। বারভিডার সংঘস্মারক ও সংঘবিধিতে বলা হয়েছে- নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে নির্বাচন বোর্ডের সুপারিশের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির সভায় গৃহিত সিদ্ধান্তক্রমে নির্বাচন অনুষ্ঠানের সময়বৃদ্ধির জন্য পরিচালক বাণিজ্য সংগঠনের নিকট আবেদন করা যাবে। পরিচালক বাণিজ্য সংগঠন কর্তৃক ওই সময়সীমা বৃদ্ধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে তৎকর্তৃক বর্ধিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এ কারণে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, প্রায় দের বছর আগে বারভিডার স্বার্থের পরিপন্থী কাজ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ উঠে সেই সময়ের সহসভাপতি এসএম আনোয়ার সাদাতের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনে অসন্তোষ বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে প্রথমে তাকে সাবধান করা হয়। এতেও তিনি সতর্ক না হওয়ায় ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সাময়িক বহিস্কার এবং পরবর্তীতে তাকে বহিস্কারের আনুষ্ঠানিক চিঠি দেয় বারভিডা। বিষয়টি তিনি টের পেয়ে উচ্চ আদালতে মামলা করেন। এরপর নির্বাচন সামনে রেখে এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ এবং নির্বাচনে অংশগ্রহণে মহামান্য হাইকোর্টে আনোয়ার সাদাত রিট পিটিশন দাখিল করেন। বেসরকারিখাতের কোন সংগঠনের বিরুদ্ধে রিট আবেদন গ্রহণযোগ্য নয় বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পুর্নবেঞ্চ রিটটি খারিজ করে দিয়ে এক আদেশ প্রদান করেন। ওই আদেশে মহামান্য আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে রিট দায়েরকারীর বিষয়টি আইন ও বিধি মোতাবেক নিষ্পত্তিকরণের জন্য পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়কে (ডিটিও) নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে নির্বাচন স্থগিত করে নির্বাচন পুনঃতফশিলীকরণের নির্দেশনা প্রদান করেন। কিন্তু মহামান্য আদালতের নির্দেশনা পুরোপুরি অনুসরণ না করে বারভিডায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এতে করে সংগঠনটির সঙ্কট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করা হচ্ছে।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, সংঘস্মারক ও সংঘবিধি মেনে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করে আসছিল। এমন এক সময়ে প্রশাসক নিয়োগ করা হলো, যখন আমরা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছিলাম। ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগ হলো অথচ সামনে বাজেট। শুল্ককর, ভ্যাট, আমদানি, বন্দর ও রেজিস্ট্রেশনসহ এ খাতটির বিষয়গুলো অনেক জটিল। গাড়ি আমদানি সংক্রান্ত সরকারের বিভিন্ন পলিসিগত বিষয়ের বৈঠকে বারভিডার সদস্যদের সরাসরি প্রতিনিধিত্ব করতে হয়। এনবিআরের সঙ্গে বিভিন্ন পলিসিগত বিষয়ে অ্যাডভোকেসি করতে হয় বারভিডাকে। তিনি বলেন, এগুলো নিয়ে নতুন সঙ্কট তৈরি হতে পারে ব্যবহৃত গাড়ি আমদানির ক্ষেত্রে। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন সম্পন্ন করে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক।

বারভিডার সংঘবিধিতে বলা হয়েছে- কোন সদস্য যদি নিজকর্মের দ্বারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেন কিংবা অপরাপর সদস্যদের কার্যে বাধা সৃষ্টি করেন যা সংগঠনের মারাত্বক ক্ষতি হতে পারে প্রতিয়মান হয় তবে নির্বাহী পরিষদ কোনোরূপ কারণ ছাড়া সদস্যপদ বাতিল এবং বহিস্কার করতে পারবেন। বর্তমান পরিচালনা পর্ষদ নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন বোর্ড গঠন করেন। সেই বোর্ড ইতিমধ্যে নির্বাচনের দিন তারিখ নির্ধারণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। এ ছাড়া বারভিডার বার্ষিক সাধারণ সভা এজিএম সম্পন্ন হয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে তড়িঘরি করে প্রশাসক নিয়োগ করায় আরও জটিলতা বাড়লো বলে মনে করা হচ্ছে। গত ৩০শে ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমেদকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। নিয়োগকৃত প্রশাসককে আগামী ছয় মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়।

মো. হাফিজুর রহমান বলেন, বারভিডার চলমান সঙ্কট দূর করতে প্রশাসক নিয়োগ দেয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না। এ কারণে নিয়োগকৃত প্রশাসক ছয় মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। আদালতের নির্দেশনা মেনেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া প্রশাসক নিয়োগ করে বাণিজ্য সংগঠনের ওই আদেশে বলা হয়েছে- বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন অনুষ্ঠানের জন্য লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। নিযোগকৃত প্রশাসক ছয় মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ কার্যনির্বাহী কমিটির নিকট হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status