এক্সক্লুসিভ

গার্মেন্টস পণ্য কেনাবেচায় ‘ফেব্রিক লাগবে’ অ্যাপের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

১২ জানুয়ারি ২০২২, বুধবার, ৭:৫৫ অপরাহ্ন

 টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস কারখানায় ব্যবহৃত যাবতীয় পণ্য ক্রয়-বিক্রয়, ট্রেডিং এবং সাপ্লাইয়ে বাংলাদেশে প্রথম ও একমাত্র ডিজিটাল মার্কেট প্লেস ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) এক সংবাদ সম্মেলনে এ অ্যাপের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্ল্যাটফরমটি মূলত টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ খাতের সমন্বয়ে বি-টু-বি ধরনের। যেখানে বিক্রেতা তার পণ্য (রেডিমেড গার্মেন্টস, কাপড়, সুতা, তুলা, ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরাসরি বায়ারের কাছে কোনো ঝামেলা ও মধ্যস্বত্বভোগী ছাড়া নগদে বিক্রয় করতে পারবেন। অন্যদিকে ক্রেতা তার পছন্দমতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্বত্বভোগী ছাড়া সুলভমূল্যে, সঠিক মাপে এবং গুণগত মান নিশ্চিত করে সরাসরি পণ্য কিনতে পারবেন। অ্যাপে উভয়পক্ষের জন্য বিড-এর অপশন আছে। এর আওতায় বিক্রেতা তার পণ্যটির সম্পূর্ণ বর্ণনা দিয়ে ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এন্ট্রি করে বিড-এর জন্য লাইভ করতে পারবেন। এ ছাড়া ক্রেতারা তাদের পণ্যের গুণগত মান উল্লেখ করে রিভার্স বিডও করতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status