এক্সক্লুসিভ

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে সবাই নতুন মুখ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২২, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত সবাই নতুন মুখ। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে বর্তমান পরিষদের পুরাতন কেউ নির্বাচিত হতে পারেননি। এ পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সবাই নতুন মুখ। বর্তমান পরিষদের কেউই নির্বাচনে বিজয়ী না হওয়াতে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৩ সদস্যের পুরো প্যানেলটাই নতুন মুখ হলেও এদের মধ্যে জনপ্রতিনিধি করার অভিজ্ঞতা রয়েছে ৩-৪ জনের। বাকিরা জনপ্রতিনিধি হিসাবে নবীন। তাদের নিকট বর্তমান পরিষদের সবাই হেরেছেন বিপুল ভোটের ব্যবধানে। এলাকায় নির্বাচন পরবর্তী চায়ের আড্ডায় এ বিষয়টি সবার মুখে মুখে। ইসলামপুর ইউনিয়নে ৮ হাজার ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সুলেমান মিয়া। এখানে ৬ হাজার ৬৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তাহার আপন সহোদর বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান। এখানে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হলেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো. ফারুক আহমেদ, ২নং ওয়ার্ডে আছদ্দর আলী, ৩নং ওয়ার্ডে আবু আবদুল্লা, ৪নং ওয়ার্ডে মো. সবুজুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. ফজলুর রহমান, ৬নং ওয়ার্ডে আফরোজ আলী, ৭নং ওয়ার্ডে চার্লেস সুঙ, ৮নং ওয়ার্ডে মো. নুরুল হক ও ৯নং ওয়ার্ডে সজয় কিশোর যাদব (আপেল)। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে ১,২,৩নং ওয়ার্ডে মালেকা বেগম ও ৪,৫, ৬নং ওয়ার্ডে হাজিরা পারভীন এবং ৭,৮,৯নং ওয়ার্ডে অহিল্যা নুনিয়া। উল্লেখ্য, গত বুধবার পঞ্চম ধাপে এ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ প্রার্থী, নৌকার বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status