এক্সক্লুসিভ

বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- শিশির মনির

স্টাফ রিপোর্টার

৮ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:০৯ অপরাহ্ন

নানা কারণে কখনো কখনো মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে অনেকে যথাযথভাবে আইনি সহায়তাও চাইতে পারেন না। এসব মানুষের অধিকার রক্ষায় জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনস্বার্থ মামলার আলোচিত আইনজীবী শিশির মনির এসব কথা বলেছেন। মানবজমিনের সঙ্গে আলাপকালে সুপ্রিম কোর্টের এ আইনজীবী আরও বলেন, আমাদের দেশের আইন-কানুন ব্যবস্থাপনা বহুক্ষেত্রে জনগণের অনুকূল নয়। অনেকে অস্বচ্ছলতার কারণে আইনজীবীর দোরগোড়ায়ও পৌঁছাতে পারেন না। এ বিষয়গুলো আমাদের মানসিকভাবে আহত করে। বিশেষ করে গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো বেশ স্পর্শকাতরার জন্ম দেয়।  মানুষের ক্রন্দন বিবেকে নাড়া দেয়। এসব জিনিস বিবেচনা করেই সামর্থ্য অনুযায়ী কিছু কিছু বিষয় আদালতের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। আদালতও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অধিকন্তু জনস্বার্থে কোনো পদক্ষেপ নিতে পারলে মানসিক সন্তুষ্টিও পাওয়া যায়। জনস্বার্থ মামলায় উচ্চ আদালতের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে পরিবেশ, রিমান্ড, শিশু অধিকার, দুর্নীতি প্রতিরোধ, কারা ব্যবস্থাপনা, নারীর অধিকার রক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিস্বার্থে জনস্বার্থ মামলার ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ ঢালাওভাবে সত্য নয়। অনেক ভালো নজির আছে। বিশেষ করে মহিউদ্দিন ফারুক, ইদ্রিসুর রহমানসহ আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, বেলা অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রত্যেকটি কাজেরই ইতিবাচক, নেতিবাচক দিক থাকতে পারে। এক্ষেত্রে ইতিবাচক উদাহরণই বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status