এক্সক্লুসিভ

সাভারে ইউপি নির্বাচন

২৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

৮ জানুয়ারি ২০২২, শনিবার, ৮:০৯ অপরাহ্ন

অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকাসহ বিভিন্ন প্রতীকে অংশ নেয়া ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৮ শ’ ৭৫। যেখানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেশের আলী পেয়েছেন ৮৫৮টি ভোট। ইউনিয়নটিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে মেশের আলীর অবস্থান তৃতীয়। এখানে ৬ হাজার ৫৮১ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম খান নির্বাচিত হয়েছেন। যার ফলে নৌকার প্রার্থী মেশের আলীর পাশাপাশি মোটরসাইকেল প্রতীক নিয়ে একশ’ ১৬টি ভোট পেয়ে জামানত হারাচ্ছেন স্বতন্ত্র  প্রার্থী সাহাবুদ্দিন কবিরাজ। আমিন বাজার ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮ হাজার ৪৫৮টি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা শফিকুর রহমান ৪১৯ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাকুর্তা ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩ হাজার ৮৭৫টি। এখানে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন পেয়েছেন ৫৪ ভোট, মোটরসাইকেল প্রতীকের মো. নুরুল আমিন ৭৯৮ ভোট, টেবিল ফ্যান প্রতীকে শহিদুল ইসলাম ৮৫ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান মোরতাজ পেয়েছে ১ হাজার ৫২৬ ভোট। বনগাঁও ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ২৬৩টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোক্তার হোসেন ৪৩৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। সাভার সদর ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৩৭০টি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল-মাহমুদ বিশ্বাস ৫৯০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।  বিরুলিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮ হাজার ৬৩০টি। এদের মধ্যে জাতীয় পার্টির মো. উজির মাহমুদ পেয়েছেন ১৮৩ ভোট, স্বতন্ত্র মো. গিয়াস উদ্দিন ৭৭৪ ভোট, মহসীন মণ্ডল ১৮ ভোট এবং মো. শাহীন মিয়া ৩৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পাথালিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৫ হাজার ৫৫৪টি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলফাজ উদ্দিন সিরনিয়াবাত ১ হাজার ৩৪৭ ভোট, জাকের পার্টির মো. কুটি মিয়া ২৭৪ এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সিরাজ ৪৭ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন। আশুলিয়া ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০ হাজার ৬১৪টি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আ. কাইয়ুম ৩ হাজার ৩৪ ভোট ও জাকের পার্টি মনোনীত মো. বদরুল আলম ২১১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ইয়ারপুর ইউনিয়নে প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩২টি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকলেছুর রহমান ৩ হাজার ১৪৪ ভোট এবং জাতীয় পার্টির মো. আল কামরান ৮৯৩ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন। শিমুলিয়া ইউনিয়নে  প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৬ হাজার ৫শ’ ৪৬টি। এখানে স্বতন্ত্র প্রার্থী জাকির হাসান ৭৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়েজ হোসেন ৬২৫, স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন ৩৬৮, মো. জিয়াউর রহমান ৩০ ভোট এবং মো. সাইদুর রহমান ৩০ ভোট পাওয়ায় পাঁচ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status