বাংলারজমিন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলে থাকা মনিরুলের জয়, ৯ ও ১৬ ভোটে হেরেছেন দু'প্রার্থী
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২০২২-০১-০৫
ব্রাহ্মণবাড়িয়া সদরের তালশহর পূর্ব ইউনিয়নে জয় পেয়েছেন ১৩ মামলায় জেলে থাকা মনিরুল ইসলাম। স্বতন্ত্র এই প্রার্থী আওয়ামীলীগ মনোনীত আবদুল সালাম থেকে ১৪৮৯ ভোট বেশী পেয়ে জয়ী হন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নে নির্বাচন হয়। এরমধ্যে ৬টি ইউনিয়নে জয় পায় আওয়ামীলীগ। অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় আলোচনায় এসেছে ২টি ইউনিয়নের ফলাফল। ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়নে ৯ ভোটে পরাজিত হয়েছেন আওয়ামীলীগের আবদুল হক। তিনি পেয়েছেন ২৮১০ ভোট। আর ২৮১৯ ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান। আর আশুগঞ্জের তালশহর পূর্ব ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬ ভোটে পরাজিত হন বর্তমান চেয়ারম্যান আবু শামা। এখানে আওয়ামীলীগের সোলাইমান মিয়া জয় পান। তার প্রাপ্ত ভোট ৬১০৯। আবু শামা পেয়েছেন ৬০৯৩ভোট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুরে জয় পান বিএনপি নেতা কামরুল হাসান,নাটাই উত্তরে স্বতন্ত্র আবু ছায়েদ, রামরাইলে স্বতন্ত্র মশিউর রহমান সেলিম,সুলতানপুরে আওয়ামীলীগের ওমর ফারুক,সুহিলপুর ইউনিয়নে আওয়ামীলীগের আবদুর রশিদ ভুইয়া, সাদেকপুরে আওয়ামীলীগের নাছির উদ্দিন,মাছিহাতায় আওয়ামীলীগের আল-আমিনুল হক পাভেল,বাসুদেবে স্বতন্ত্র আবদুল হাকিম। আশুগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র শফিকুল ইসলাম, আড়াইসিধা ইউনিয়নে আবু সায়েম,লালপুরে আওয়ামীলীগের মোরশেদ মিয়া,শরীফপুরে স্বতন্ত্র সাইফ উদ্দিন,তারুয়ায় স্বতন্ত্র বাদল সাদির,দূর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী রাসেল মিয়া ও চর-চারতলায় বিএনপি'র ফায়েজুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৪ টিতে এবং আশুগঞ্জের ৮ ইউনিয়নে ২টিতে জয় পায় আওয়ামীলীগ।