বিশ্বজমিন

ভ্যাকসিন গ্রহণ না করলে ‘ঝামেলায়’ ফেলার হুঁশিয়ারি ম্যাক্রনের

মানবজমিন ডেস্ক

৫ জানুয়ারি ২০২২, বুধবার, ৪:২৬ অপরাহ্ন

যারা কোভিডের ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের জীবন ‘কঠিন’ করার হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটির সংবাদপত্র লা প্যারিসিয়েনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলেই তাদের ঝামেলায় ফেলতে চাই এবং আমরা তাই করতে যাচ্ছি। তবে এমন কঠিন ভাষা ব্যবহার করায় তার নিন্দা জানিয়েছেন দেশটির রাজনৈতিক বিরোধীরা। তারা বলছেন, প্রেসিডেন্ট হিসাবে এ ধরণের হুঁশিয়ারি দেয়া মানায় না। এমন বক্তব্যকে তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে আখ্যায়িত করেছেন।
ধারণা করা হচ্ছে, এ সপ্তাহেই এ জাতীয় একটি আইন পাশের কথা ছিল। তবে এ নিয়ে ভ্যাকসিন বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। দেশটির কয়েক জন এমপিকে এ ইস্যুতে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ইউরোপের অনেক দেশই ভ্যাকসিন বাধ্যতামূলক করতে যাচ্ছে। আগামী মাস থেকে অস্ট্রিয়া ও জার্মানিতে পূর্ণ বয়স্কদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার ম্যাক্রন বলেন, তিনি কাউকে জোর করে ভ্যাকসিন দিতে চান না। মানুষই উৎসাহের সঙ্গে ভ্যাকসিন গ্রহণ করবে বলে আশাবাদী তিনি। তবে যারা ভ্যাকসিন নেবেন না তাদের সামাজিক জীবন সীমাবদ্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
ম্যাক্রন বলেন, আমি ভ্যাকসিন গ্রহণ না করাদের জেলে ভরবো না। তবে আমি তাদেরকে বলতে চাই যে, আগামী ১৫ জানুয়ারি থেকে আপনারা আর রেস্তোরাঁয় খেতে যেতে পারবেন না। আর কোথাও কফি খাওয়ার অনুমতি থাকছে না আপনাদের, কোনো থিয়েটারেও যেতে পারবেন না আপনারা। সিনেমা হলে যাওয়াও নিষিদ্ধ করা হবে আপনাদের জন্য।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status