এক্সক্লুসিভ

পৈতৃক ভিটায় সেনাপ্রধান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

৫ জানুয়ারি ২০২২, বুধবার, ৮:০১ অপরাহ্ন

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহম্মদ তার পৈতৃক বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রাম ঘুরে গেছেন। এ সময় তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। গতকাল দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান, ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার মেজর জেনারেল নূরুল আনোয়ার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা। হেলিকপ্টার থেকে অবতরণের পরেই তিনি সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তার পৈতৃক ভিটায় পৌঁছান। এ সময় তিনি তার নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে কুশল বিনিময় শেষে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক শেখ রোকন উদ্দিন আহম্মদের নামে ১০শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি সৈয়দ ফয়জুল হক রোম, জেলা আওয়ামী লীগের সভাপতি নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনুসহ উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে সেনাপ্রধান শীতার্তদের মাঝে ৮শতাধিক কম্বল বিতরণ করেন। এরপর তিনি সড়ক পথে কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মাণাধীন রেলওয়ে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর সেনাপ্রধান শহরের মধুমতী আর্মি ক্যাস্পে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরে তিনি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে বিদায়ী শুভেচ্ছা জানান নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। এদিকে সেনা প্রধানকে একনজর দেখার জন্য পৌষের কনকনে শীত ও কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় হাজার হাজার মানুষ ভিড় জমায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status