এক্সক্লুসিভ
বিজয়ের পঞ্চাশে মঞ্চের পঞ্চাশ তরুণকে সম্মাননা জানাবে এথিক
স্টাফ রিপোর্টার
৩ জানুয়ারি ২০২২, সোমবার, ৮:০০ অপরাহ্ন
একথা সত্য, দেশজুড়ে এখন তারুণ্যেরই জয়জয়কার। তথ্যপ্রযুক্তি, সংবাদ মাধ্যম, ক্রীড়া, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের বিশাল আঙিনায় দেশের তরুণ প্রজন্মই অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছেন। মঞ্চ নাটকে তরুণদের ভূমিকা সেফ গার্ডদের মতো। সে জন্যই দেশের তরুণ প্রতিভাবান মঞ্চ কর্মীদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। বিজয়ের পঞ্চাশে মঞ্চের পঞ্চাশ তরুণ নাট্যকর্মীকে সম্মাননা জানাবে এথিক। সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ৪ঠা জানুয়ারি বিকাল ৫টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, বিশিষ্ট নাট্যজন লাকী ইনামসহ দেশের নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর ৫০টি নাট্য সংগঠনের ৫০ জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে এথিক-এর নতুন নাটক রেজানুর রহমানের আয়নাঘর মঞ্চস্থ হবে। যারা সম্মাননা পাবেন তারা হলেন- রবিন বসাক ‘থিয়েটার (বেইলী রোড)’, তাজউদ্দিন তাজু ‘আরণ্যক নাট্যদল’, মুসা রুবেল ‘লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)’, শরীফ হোসেন ইমন ‘নাট্যকেন্দ্র’, কামরুজ্জামান রনি ‘নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ’, ফারজানা নাসরিন নূরী ‘নাট্যচক্র’, মারজিয়া জাবিন তন্বী ‘ঢাকা পদাতিক’, নুরুজ্জামান বাবু ‘থিয়েটার আর্ট ইউনিট’, তানজিকুন ‘প্রাচ্যনাট’, মোহাম্মদ জুয়েল ‘প্রাঙ্গণেমোর’, হোসাইন নিরব ‘দেশ নাটক’, মৌসুমী আক্তার ‘সময়’, মুনিরা ইসলাম অবনী ‘পালাকার’, তাজুল ইসলাম রুবেল ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’, মিহাজুল হুদা দীপ ‘লোক নাট্যদল (বনানী)’, সোনালী রহমান জুলি ‘স্বপ্নদল’, সাকিল সিদ্ধার্থ ‘অনুস্বর’, ইভান রিয়াজ ‘বট তলা’, প্রিয়া রানী দাস ‘দৃষ্টিপাত নাট্যদল’, মোস্তাফিজুর রহমান সুমন ‘বাংলাদেশ থিয়েটার’, মীরন উদ্দিন আলফা ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’, গাজী রহিসুল ইসলাম তমাল ‘নাট্যধারা’, মামুন আব্দুল্লাহ ‘পদাতিক নাট্য সংসদ (বাংলাদেশ)’, ইকরামুল ইসলাম ‘পদাতিক নাট্য সংসদ (টিএসসি)’, পলি বিশ্বাস ‘মহাকাল নাট্য সম্প্রদায়’, আজরা জেবিন তুলি ‘থিয়েটার (তোপখানা)’, মুহাম্মদ ফজলুল হক রাসেল ‘সুবচন নাট্য সংসদ’, সাজ্জাদ হোসেন ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’, শহিদুল ইসলাম খোকন ‘সংলাপ গ্রুপ থিয়েটার’, হলুদ পুতুল ‘সুষম নাট্য সম্প্রদায়’, আজমিরা কান্তা মিরা ‘শৌখিন থিয়েটার’, মহসিনা আক্তার ‘স্পর্ধা’, মাহমুদুল হাসান মাসুম ‘চন্দ্রকলা থিয়েটার’, শেফালি কুসুম ‘মুক্তালয় নাট্যাঙ্গন’, ওমর সুলাইমান রাজিব ‘ঢাকা নান্দনিক’, অরূপ রতন আচার্য ‘ঢাকা মঞ্চ’, খোরশেদ আলম ইমন ‘রঙ্গনা নাট্যগাষ্ঠী’, মোতাসিম বিল্লাহ আদিত্য ‘দৃশ্যপট’, ফয়সাল মাহমুদ ‘বাতিঘর’, নজরুল ইসলাম সোহাগ ‘থিয়েটার ৫২’, বিবি ফাতেমা কানিজ ‘নৈবেদ্য থিয়েটার’, শামীমা আক্তার মুক্তা ‘মেঠোপথ’, এনামতারা সাকী ‘কিসসা কাহিনী’, হুমায়রা আনজুম আরিনা ‘আনুরাগ থিয়েটার’, হাসানুজ্জামান খান ‘থিয়েটার ফ্যাক্টরী’, সাজিদুর রহমান ‘শুন্যন রেপাটরি’, শাকিল আহমেদ ‘নাট্যম রেপাটরি’, বাবুল হোসেন ‘গ্রন্থিক নাট্যগোষ্ঠী’ ও আরিফুল ইসলাম ‘এম্পটি স্পেস’।