শিক্ষাঙ্গন

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী পন্থী নীল দল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৬:৪০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকর পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী নীল দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতেই জয় পায় তারা। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত সাদা দল জয়লাভ করেছে একটি পদে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ঢাকা বিকেল ৪ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ চলে। এরপর নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত ডিন ড. মো. রহমত উল্লাহ। যিনি এর আগেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  রহমত উল্লাহ পেয়েছেন সর্বমোট ৯৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা দলের ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট। ৮২৬ ভোট পেয়ে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের ড. সাবিতা রিজওয়ানা রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।
নির্বাচনে আবারো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া। তার প্রাপ্ত ভোট ৯৭০। ৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. আকরুম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভুইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান (সাদা দল), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে একসময় সাদা দলের আধিপত্য থাকলেও বিগত কয়েক বছর ধরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আসছেন আওয়ামী লীগপন্থী নীল দলের প্রার্থীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status