ভারত

ওমিক্রন নয়, ভারতে বুধবার করোনা বেড়েছে ৪৪ শতাংশ

বিশেষ সংবাদদাতা , কলকাতা

৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৯:২২ পূর্বাহ্ন

ওমিক্রন নয়, ভারতে নভেল করোনাভাইরাসের আক্রমণ তীব্রতর হয়েছে। মঙ্গলবার ও বুধবার সংক্রমিতের সংখ্যা বেড়েছে যথাক্রমে ৪৭ ও ৪৪ শতাংশ। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে তাতে এদিন সারা দেশে ১৩ হাজার ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবার করোনা মাথাচাড়া দিয়েছে।
প্রথম পাঁচটি রাজ্য হলো-মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং তামিলনাড়ু। মহারাষ্ট্রে বুধবার ৩ হাজার ১০০ জন, কেরালায় ২ হাজার ৮৪৬ জন, পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জন, দিল্লিতে ৯২৩ জন ও তামিলনাড়ুতে ৭৩৯ জন করোনা আক্রান্ত হয়।

বিশেষজ্ঞরা ওমিক্রন ও নভেল করোনাভাইরাসকে আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। তাদের সাফ বক্তব্য, ওমিক্রন সংক্রমণ অনেক বেশি সহনীয়। কিন্তু ডেল্টা জাতীয় ভাইরাস অনেক বেশি বিপজ্জনক। বিশ্বজুড়ে করোনার এই বৃদ্ধির ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সংযুক্ত আমিরশাহী সফর বাতিল করেছেন। ৬ই জানুয়ারি মোদির দুবাই যাওয়ার কথা ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status