অনলাইন

চীনা পণ্যে বাইডেনের নিষেধাজ্ঞার পরদিনই অভিযুক্তকে অপসারণ করলো চীন

তারিক চয়ন

২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

চীনের শিনজিয়াং এ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রধান চেন কাংগুয়ো তার পদ ছাড়তে চলেছেন বলে শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া খবর প্রকাশ করেছিল। অবশেষে হলোও তাই। চীনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো চেন কাংগুয়োর বর্তমান পদ থেকে অপসারণের খবর দিয়ে জানিয়েছে- চেনের স্থলাভিষিক্ত হয়েছেন চীনের অর্থনীতির অন্যতম ‘পাওয়ারহাউস’ বলে পরিচিত গুয়াংডং প্রদেশের গভর্নর মা জিনগ্রুই।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে- চীন শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার লংঘন করছে এমন অভিযোগ করে যে ৪ চীনা কর্মকর্তার উপর গত বছরের জুলাই মাসে (তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডনাল্ড ট্রাম্প) নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে ছিল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এই চেন কাংগুয়োর নামও।

প্রসঙ্গত, শিনজিয়াংয়ে সিপিসি’র এ শীর্ষ নেতাকে বেইজিংয়ের সংখ্যালঘু নীতির স্থপতি বলে বিবেচনা করা হয়ে থাকে। চেন এর আগে তিব্বতেও সিপিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- চেন কাংগুয়োয়ের জিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির প্রধানের পদ ছাড়ার বিষয়টি এমন সময়ে এলো যার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার (যদি না কোম্পানিগুলো প্রমাণ করতে পারে যে পণ্যগুলো সেখানে জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি) একটি বিলে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষে ওই বিল পাস হয়েছিল।

উল্লেখ্য, মুসলিম-অধুষ্যিত চীনের উইঘুরে বিগত কয়েক বছর ধরেই মুসলিমদের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন রিপোর্টেও এরকম তথ্যই উঠে এসেছে। উইঘুরে মুসলিমদের হত্যার পাশাপাশি ধর্ষণ, নির্যাতন এবং জোরপূর্বক শ্রমের অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status