কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাতিল হতে পারে কলকাতার পুরভোট, হাইকোর্ট নির্দেশ দিল সিসিটিভির ফুটেজ সংরক্ষণের

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

পুরভোটে তৃণমূল কংগ্রেস বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ও অন্য পদাধিকারীদের নামও ঘোষণা করেছেন। পুরপিতাদের একদফা শপথও হয়ে গেছে।এই অবস্থায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সমস্ত বুথের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করার। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ভোটার তালিকা এবং ভোটারদের দেয়া হাতের ছাপ ও প্রিসাইডিং অফিসারদের ডায়েরি কোর্টের কাছে জমা দেয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ছয় জানুয়ারি। উল্লেখ্য, বিজেপি এবং সিপিএম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুরভোটে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে এবং রিগিঙ হয়েছে এই অভিযোগ জানিয়ে।

হিংসার কথাও তারা আদালতকে জানিয়েছে। তাদের আবেদনের ভিত্তিতেই সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্য চেয়ে পাঠানো হয়েছে। তথ্যভিজ্ঞ মহল, এটিকে নজিরবিহীন বলছেন। তাঁরা মনে করছেন, কলকাতা হাইকোর্ট পুরনির্বাচন বাতিল করতে পারে। সেক্ষেত্রে বিষয়টি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে তা বলাই বাহুল্য। তবে, তাই হলে এটি হবে বাংলার পক্ষে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরবর্তী দু দফার ভোটে যেন কড়া সতর্ক ব্যবস্থা নেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status