ভারত

পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২:৩৭ অপরাহ্ন

পাঞ্জাবের লুধিয়ানায় একটি আদালত ভবনের ভিতরে বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, এতে বাথরুমের দেয়াল এবং আশপাশের কক্ষগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে। এ সময় ওই ভবনে স্থাপিত জেলা আদালতের কার্যক্রম চলছিল। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে অগ্নিনির্বাপণকারী ইঞ্জিন। লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসের কাছেই এই কোর্ট ভবনটি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টুইটে তিনি পাঞ্জাব পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল চন্ডিগড় থেকে সেখানে যাত্রায় করেছেন। অল্প সময়ের মধ্যে তাদের সেখানে পৌঁছার কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status