কলকাতা কথকতা
কলকাতা কথকতা
রাজ্যপাল ধনখরকে একহাত নিলেন মমতা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-১২-১৫
রাজ্যপাল জগদীপ ধনখরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সম্পর্ক মধুর, এমন কথা এক বুক গঙ্গাজলে দাঁড়িয়েও কেউ বলতে পারবেনা। তবে, সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না করে তাঁকে নজিরবিহীন আক্রমণ করেছেন। মমতা বলেছেন, রাজভবনে এক রাজা বাস করেন যিনি বিজেপি সভাপতির থেকেও সক্রিয়। সম্প্রতি রাজ্যপাল দিল্লিতে বি এস এফের ডিরেক্টর জেনারেল এর সঙ্গে দেখা করে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার তাগিদে দ্বিধাহীন চিত্তে কাজ করার যে কথা বলেছেন, তার প্রেক্ষিতেই মমতার এই মন্তব্য। বি এস এফের কাজের পরিধি সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার ব্যাপারে পশ্চিমবঙ্গ আগেই আপত্তি তুলেছিল। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা রাখার দায়িত্ব এতদ্বারা ক্ষুন্ন হচ্ছে বলে মমতা নালিশও জানিয়ে এসেছেন। এই অবস্থায় জগদীপ ধনখরের এই আচরণ অনভিপ্রেত মনে করছে রাজ্য। মমতার মন্তব্য তাই এই প্রসঙ্গেই।