খেলা
চতুর্থ টেস্টেও দুই নারী ক্রিকেটারের করোনা শনাক্ত
স্পোর্টস রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:১৮ অপরাহ্ন
জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার গৌরব নিয়ে ফিরলেও তাদের সেই আনন্দ ফিকে হয়ে গেছে। বিশ্বজুড়ে করোনার নয়া আতঙ্ক ওমিক্রনের কারণে তাদের রাখা হয়েছিল আইসোলেশনে। সেখানে দু’বার কোভিড-১৯ পরীক্ষা হয়। বিপত্তি বাধে দু’জন ক্রিকেটারের করোনা ফলাফল পজেটিভ আসায়। ওমিক্রন-শঙ্কার সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্কও। বাড়ানো হয় গোটা দলের কোয়ারেন্টিনের মেয়াদ। চতুর্থ দফায় পরীক্ষা করা হয়। সেখানে ফের করোনা পজেটিভ এসেছে সেই দুই নারী ক্রিকেটারের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওমিক্রন আতঙ্কের কারণে নারী দলের পুরো দেখভালের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। দু’দিনের মধ্যে তারা করোনা আক্রান্ত নারী ক্রিকেটারদের নিয়ে করণীয় লিখিতভাবে বিসিবিকে জানাবে। সেই সঙ্গে যারা আক্রান্ত নয় তাদের বিষয়েও সিদ্ধান্ত থাকবে তাদের। বিসিবির সূত্র জানায়, ‘সোমবার দু’জনের করোনা শনাক্ত হওয়ার পর চতুর্থ বার পরীক্ষার করোনা হয়। কিন্তু সেই পরীক্ষাতেও দু’জন পজেটিভ এসেছে। আপনারা জানেন এরই মধ্যে ওদের কোয়ারেন্টিনের সময় বাড়নো হয়েছে। আক্রান্ত দু’জনকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় ওদের বিষয়ে লিখিতভাবে সিদ্ধান্ত জানাবে। আমরা সেটি ফলো করবো। আক্রান্তদের ও সুস্থদের ব্যাপারে করণীয় কী হবে সেটি তারাই জানাবে। আর ওমিক্রন শনাক্তে যে বিশেষ পরীক্ষার প্রয়োজন হয় সেটিও সিদ্ধান্ত নেবে স্বাস্থ্যমন্ত্রণালয়।’

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]