খেলা

ব্যর্থতার যে ব্যাখ্যা দিলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:১৮ অপরাহ্ন

ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১০০ রানের। সেখানে ৭৬ রান করে ৭ উইকেট হারায় বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আজ পঞ্চম দিন ঢাকা টেস্টে হারের শঙ্কাতে টাইগাররা। অথচ মিরপুর শেরেবাংলা মাঠে তিন দিনই ছিল বৃষ্টির দখলে। ২ উইকেটে ১৮৮ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। সেখান থেকে চতুর্থ দিন ইনিংস ঘোষণার আগে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান। অলোঅন এড়াতে এখনো প্রয়োজন ২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট। আজ ব্যাটিং ব্যর্থতার চিত্র অব্যাহত থাকলে টাইগারদের পরাজয় ঠেকেনোর কোন পথ নেই। এমন ব্যাটিংয়ের পর কি ব্যাখ্যা দিবেন টাইগাররা! তবে  দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করা নাজমুল হোসে শান্ত ইনিয়ে বিনিয়ে নিজেদের সাফাই দেয়ার চেষ্টা করলেন তবে সেখানে নিজেদের সামর্থ্যের ঘাটতিই ফুটে উঠেছে। তিনি বলেন, ‘সাধারণ পরিকল্পনাই ছিল। যার যার ন্যাচারাল গেম খেলার পরিকল্পনা ছিল। ওরকম আলাদা কোনো পরিকল্পনা ছিল না। আগ্রাসী ব্যাটিংয়ের একটা কারণ ছিল- উইকেটে যত রক্ষণাত্মক খেলবেন তত কঠিন হয়ে উঠবে। এখানে রান করাও গুরুত্বপূর্ণ। এজন্য ব্যাটাররা যার যে শটে ভালো দক্ষতা আছে তারা সেই শট খেলতে চেয়েছে। এখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দুর্ভাগ্যবশত এক্সিকিউশন ওরকম হয়নি। এই উইকেটে রক্ষণাত্মক থাকলেই সমস্যা হত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status