বাংলারজমিন

সালিশে ৬০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা দফারফা

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি

৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:১৭ অপরাহ্ন

চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূ (২০)কে ধর্ষণের ঘটনাটি রাতের আকস্মিক সালিশে ৬০ হাজার টাকায় দফারফার খবর পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আকরাম খানের বাড়িতে এ সিদ্ধান্ত হয়। তবে, পুলিশ বলছে এক ধর্ষণ নয় মারামারি। আর ভুক্তভোগী এ সালিশ মানতে নারাজ।
সালিশে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সালিশে ধর্ষককে করা জরিমানার ৬০ হাজার টাকার মধ্যে ওই গৃহবধূকে দেয়া হবে ৩৫ হাজার, থানা পুলিশকে ম্যানেজ করতে ১৫ হাজার ও সালিশ খরচ ১০ হাজার টাকা বিভিন্ন পক্ষকে দেয়া হয়। তবে এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সালিশ মনঃপূত না হওয়ায় তিনি সালিশ বৈঠক ত্যাগ করে চলে আসেন। অবশ্য তিনি তার শ্বশুর-শাশুড়ি সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সালিশের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নবনির্বাচিত ইউপি সদস্য আকরাম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে, গোমস্তাপুর থানায় দায়ের করা এজাহার প্রসঙ্গে ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ওই গৃহবধূর স্বামী থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ ঘটনাটি তদন্ত করে সত্যতা পায়নি । তার দাবি ঘটনাটি মারামারির এবং ওই গৃহবধূ হাসপাতালে ধর্ষণের চিকিৎসা না নিয়ে মারামারির চিকিৎসা নিয়েছেন। আর সালিশের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
প্রসঙ্গত ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে গত ১৫ই নভেম্বর গোমস্তাপুর থানায় একটি এজাহার দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট কায়েমপুর গ্রামের ওই গৃহবধূ গত ১৪ই নভেম্বর গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী মৃত মোন্তাজ আলীর ছেলে খাইরুল (৩৫) তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে তাকে ধর্ষণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status