বাংলারজমিন

নবীগঞ্জে বিশ্ব সাহিত্য পরিষদের দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৮:৩২ অপরাহ্ন

নবীগঞ্জে বিশ্ব সাহিত্য পরিষদের উদ্যোগে আধ্যাত্মিক মহৌষধ ও বাংলায় আমপারা নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকালে ইনাতগঞ্জ ইসলামিক হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচিত হয়। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মাওলানা আবদুল হালিম। মোড়ক উন্মোচনের শুভ সূচনা করেন লেখক, গবেষক ও সাহিত্যিক এডভোকেট ইয়াওর উদ্দিন। একাডেমির অধ্যক্ষ মোস্তাফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল প্রবাস বাংলার সঞ্চালক মো. আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, কবিও সাহিত্যিক আবু সুফিয়ান চৌধুরী, দয়ামীর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছাব্বির আহমেদ, সহকারী অধ্যক্ষ আলিম উদ্দিন, সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এমএ বাছিত, আদর্শ সামাজিক সংস্থার সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইনাতগঞ্জ একাডেমির পরিচালক গোলাম রব্বানী প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন  ছাড়াও আই এম গ্লোবাল এসোসিয়েশনে তরফে  শিক্ষার্থী শামা আক্তারকে মেধা বৃত্তি প্রদান, কৈখাইড় জামে মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন খানকে পবিত্র মক্কা নগরীতে উমরাহ হজের ভিসা ও টিকিট হস্তান্তর এবং একাডেমির উন্নয়নে সহায়তা প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status