বাংলারজমিন

টিটিসি’র অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চাঁপাই নবাবগঞ্জ থেকে সংবাদদাতা

৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৮:৩২ অপরাহ্ন

 ‘নিশ্চয় তুমি ভালো মেয়ে মানুষ। জিন্সের প্যান্ট পরলেই কেউ খারাপ হয় না। একটা ছবি দিলে তোমাকে দেখে চোখ জুড়াতাম। একটা ছবি কেন দিলানা গো?; বউ নাই কে দিবে খাবার।’ এক নারী প্রশিক্ষককে ফেসবুক মেসেজে এমন সব কুরুচিপূর্ণ ইঙ্গিত করেছেন চাঁপাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জয়নুল আবেদিন। চাকরি স্থায়ীকরণসহ নানা প্রলোভন দিয়ে নারী প্রশিক্ষককে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে আসতে থাকে নানা অভিযোগ। এই অধ্যক্ষের সঙ্গে অনিয়মে জড়িত শিফট ইনচার্জ জাকির হোসেন ও ট্রেড ইনচার্জ খলিল রহমান নামে দুই প্রশিক্ষক। সমপ্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ওই নারী প্রশিক্ষক। অভিযোগের কপি, ফেসবুক মেসেজের স্ক্রিনশট ও ভুক্তভোগীর ভিডিও বক্তব্য মানবজমিন-এর হাতে রয়েছে। অভিযোগ আছে, প্রশিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও সরকারি সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে করেছেন অর্থ আদায়। বিজ্ঞপ্তি ছাড়াই অনৈতিকভাবে নেয়া হয়েছে প্রশিক্ষক। যারা বিরোধিতা করেছেন চাকরিচ্যুতির ভয়সহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তারা। নারী প্রশিক্ষককে যৌন হয়রানির বিষয়টি সব মহলে জানাজানি হওয়ার পর মঙ্গলবার বিকেলে জরুরি সভা ডেকেছেন অধ্যক্ষ। অভিযোগের বিষয়ে জানতে চাঁপাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জয়নুল আবেদিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগটি শোনার পর ক্লাসে আছি- এ বিষয়ে পরে কথা বলবো বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে বিকাল চারটা পর্যন্ত তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া তাকে যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status