খেলা

‘রোনালদো নয়, পর্তুগালের সেরা বারনার্দো সিলভা’

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১২:১৩ অপরাহ্ন

নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে আধিপত্য তার। গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ৫টি ‘ব্যালন ডি অর’ খেতাব। ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড়ও সিআরসেভেন। বর্ণিল ক্যারিয়ারের হিসাব একপাশে রাখলে এ বছর রঙচটা একটা মৌসুম কাটিয়েছেন রোনালদো। ছিলেন না বর্ষসেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যেও। ইংলিশ ফুটবলার জ্যাক উইলশেয়ারের দাবি, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যেও সেরা নন রোনালদো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উইলশেয়ার বলেছেন, বর্তমানে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে সেরা ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বারনার্দো সিলভা। ইংলিশ তারকা বলেন, ‘এখনও ক্রিস্টিয়ানো রোনালদো সেরা পর্তুগিজ? এই মুহূর্তে বার্নার্দো সিলভা সেরা। প্রিমিয়ার লীগ খেলা সেরা পর্তুগিজ খেলোয়াড় এখন সে।’
উইলশেয়ার বলেন, ‘আমি বারনার্দোকেই সবার উপরে দেখছি, বিশেষ করে কার্যকারিতার দিক থেকে। যদি আগামীকাল কোনো ম্যাচ থাকে, আমি অবশ্যই বারনার্দোকে আমার দলে নেবো। সে নিজের দায়িত্ব বোঝে এবং ঠিকঠাক তা পালন করে।’
আর্সেনালের সাবেক মিডফিল্ডার উইলশেয়ার বলেন, ‘এই মুহূর্তে রোনালদোর চেয়ে এগিয়ে বারনার্দো। পুরো ক্যারিয়ার বিবেচনায় আমি বলছি না যে সে রোনালদোর চেয়ে ভালো। রোনালদো অনেক কিছুই করে দেখিয়েছে।’
পর্তুগাল দলেও বর্তমানে তারকার হাট। রক্ষণে রয়েছেন রুবেন দিয়াজ, জোয়াও কানসেলো, নুনো মেন্দেজদের মতো তারকারা। মধ্যমাঠে ব্রুনো ফার্নান্দেজ, রেনাতো সানচেজ। আক্রমণে রোনালদোর সঙ্গী জোয়াও ফেলিক্স, দিয়েগো জোতা, গঞ্জালো গেদেস, রাফায়েল লিয়াও ও বার্নাদো সিলভা। গত কয়েক বছরে ফার্নান্দো সান্তোসের দুর্দান্ত এই স্কোয়াড জিতেছে দুটি আন্তর্জাতিক শিরোপা। সাম্প্রতিক সময়ে পর্তুগালের সবচেয়ে বড় ব্যর্থতা কাতার বিশ্বকাপে খেলতে বাছাইপর্বের বাধা টপকাতে না পারা। ২০২২ বিশ্বকাপে খেলতে রোনালদোদের সামনে এবার প্লে-অফ চ্যালেঞ্জ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status