খেলা

অবসরে যেতে ‘ভয়’ ইব্রাহিমোভিচের

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১১:০৭ পূর্বাহ্ন

সিনিয়র ফুটবলারদের ফিটনেস প্রসঙ্গে সবার মাথায় আসবে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিদের নাম। শারীরিক সক্ষমতায় যারা ফুটবল বিশ্বে এখনও রাজত্ব টিকিয়ে রেখেছেন। তবে এক ধাপ এগিয়ে জøাটান ইব্রাহিমোভিচ। ৪০ বছর, বয়সটাকে যেনো সংখ্যার হিসেবেই আটকে রেখেছেন সুইডিশ সুপারস্টার। সেই ১৯৯৯ থেকে এখন পর্যন্ত জাদু দেখিয়ে চলেছেন ফুটবল মাঠে। সম্প্রতি ইনজুরি কাটিয়ে নতুন উদ্যমে ফিরেছেন ইবরা। খেলবেন কাতার বিশ্বকাপে। এই বয়সেও তিনি বল পায়ে উজ্জ্বল। অবসর নিয়ে ইবরার ভানা কী? উত্তরে এসি মিলান তারকা বলেছেন, ‘ভয়’!
মূলত ফুটবল পরবর্তী সময়ে কী করবেন সেই ভয়েই ‘অবসর’ শব্দটাকে নিজের অভিধানে জায়গা দিতে নারাজ জøাটান। সম্প্রতি ইতালির একটি টক শোতে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি অনেক দিন খেলতে চাই। আমার মধ্যে যতদিন ফুটবলের উন্মাদনা থাকবে ততদিন আমি চালিয়ে যাবো।’
ফুটবল থেকে অবসরের পর কী করবেন, এখনও নিশ্চিত নন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘আমি জানি না ফুটবলের (অবসরের) পরে কী হবে, তাই আমি অবসরে যেতে একটু ভয় পাচ্ছি। তবে আমি খেলা চালিয়ে যেতে চাই যেন (ক্যারিয়ার শেষে) আমার কোনো অনুশোচনা না হয়।’
১৯৯৯ সালে সুইডেনের ক্লাব মালমোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ইব্রাহিমোভিচের। ২২ বছরের ক্যারিয়ারে খেলেছেন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও এল এ গ্যালাক্সির হয়ে। চ্যাম্পিয়নস লীগ ট্রফি ছাড়া ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপায় চুমু আঁকা হয়েছে ইব্রাহিমোভিচের। ২০১০ থেকে ২০১২তে এসি মিলানে প্রথম দফায় খেলার পর কয়েকটি ক্লাব ঘুরে গত বছর ইব্রাহিমোভিচ ফেরেন ইতালিয়ান সিরি আর দলটিতে। মিলানের ক্লাবটির সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ হলেও ক্যারিয়ারের শেষ পর্যন্ত সেখানে কাটাতে চান জøাটান। তিনি বলেন, ‘আমি আশা করি ক্যারিয়ারের বাকি সময় মিলানেই থাকবো। আমার এখনও লক্ষ্য রয়েছে যা আমি অর্জন করতে পারি এবং আমি আরেকটি সিরি আ জিততে চাই।’
২০২১-২২ মৌসুমে সিরি আ আসরে ৯ ম্যাচে ৬ গোল করেছেন ইব্রাহিমোভিচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status