বাংলারজমিন
সিলেটে মেটলাইফ ইন্স্যুরেন্সের পলিসি হোল্ডারদের হুমকি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০২১-১২-০৭
মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হয়রানি বন্ধ ও তিন দফা দাবি না মানলে দুর্বার আন্দোলন এবং আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন পলিসি হোল্ডাররা। সোমবার বিকালে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হয়রানির শিকার গ্রাহকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন জকিগঞ্জের আমবাড়ী গ্রামের মাসুক আহমদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মেটলাইফ কবির খান বারুতখানা এজেন্সির বীমা প্রতিনিধি রাসেল উজ-জামানের প্রস্তাবে তারা কবির খানের পলিসি কিনেন এবং তাদের অনেক বন্ধু ও আত্মীস্বজনকে কিনতে উৎসাহিত করেন। তবে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এ কোম্পানি দুর্নীতিগ্রস্ত বলে খবর প্রকাশ হলে তারা রাসেল-উজ-জামানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান- কবির খান তাকেও বরখাস্ত করেছেন। মাসুক বলেন, আমরা কবির খানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি আমাদের কোনো সহযোগিতা করেননি। হতাশাগ্রস্ত হয়ে আমরা দরগা গেটের বিভাগীয় অফিসে যোগাযোগ করি। সেখান থেকেও কোনো সহযোগিতা না করে কবির উদ্দিনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়। এভাবে দীর্ঘদিন থেকে আমরা চরম হয়রানির মধ্যে আছি। আমাদের দাবিগুলো হচ্ছে- মেটলাইফ কোম্পানির প্রতারণা ও টাকা আত্মসাতের অপকৌশল বন্ধ এবং আমাদের জমাকৃত টাকা ও ক্ষতিপূরণ প্রদান, মো. রাসেল- উজ-জামান ও কবির উদ্দিন খানকে শাস্তির আওতায় আনা এবং আমাদের হয়রানির কারণ ব্যাখ্যা করা। তিনি মেটলাইফের গ্রাহকদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিলেটের গণমাধ্যম কর্মীদের সাহায্য চেয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মেটলাইফের পলিসি গ্রাহক মো. ফখরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, নজমুল ইসলাম মাছুম, এমরান হোসেন চৌধুরী, এরশাদ মিয়া, ফেরদৌসী বেগম, রুবেল আহমদ প্রমুখ।