বাংলারজমিন

গণদাবি পরিষদের সভা

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:২৫ অপরাহ্ন

বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের সিলেটের ন্যায্য দাবি-দাওয়া প্রশাসন পূরণ না করে অবহেলায় রেখেছে। এতে স্থানীয় অধিবাসীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের বদলে অস্থানীয়রা চাকরি পাচ্ছে। নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে মৌলভীবাজার সদরে সরকারিভাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দাবি জানান। তারা বলেন, মৌলভীবাজারবাসীর ন্যায্য দাবীর প্রতি বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সমর্থন করেছে। সভায় মহানগর সহ বৃহত্তর সিলেট অঞ্চলে সংঘটিত চুরি, ডাকাতি, মদ, জুয়ার আসর, পতিতাবৃত্তি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে এসব অপরাধ দমনে প্রশাসনকে অভিযান চালানোর দাবি জানানো হয়। সভায় সরকারিভাবে গৃহীত সিলেটের উন্নয়ন প্রকল্প সমূহ দ্রুত গতিতে সমাপ্তি, ফুটপাত হকারদের দখলমুক্ত করতে, স্থানীয় অধিবাসীদের নাগরিক সুবিধা সেবা জোরদার করতে দাবি জানানো হয়। সভায় বৃহত্তর সিলেটের সকল রাস্তাঘাট মেরামত, সংস্কার এবং বিভিন্ন এলাকায় নদী খনন ও ভাঙন প্রতিরোধে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, বদরুজ্জামান কাবুল, আবুল কাশেম হেলাল তাপাদার, মুহিবুর রহমান ফটিক প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status