দেশ বিদেশ

ঢাকা সিএমএইচে অনন্ত সমরে ভাস্কর্য এবং অন্যান্য স্থাপনা উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২০২১-১২-০৭

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন এবং নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্যসহ নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেন। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব। আইএসপিআর জানিয়েছে, ১৯৭১ সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারির সময় চিকিৎসাসেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য সিএমএইচ ঢাকায় অনন্ত সমরে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। নতুন অ্যানেস্থেসিয়া বহির্বিভাগে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ এবং বেশ কয়েকটি অপেক্ষাগার যা রোগীদের অস্ত্রোপচার পূর্ববর্তী অ্যানেস্থেসিয়া চেক আপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারি লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই অ্যানেস্থেসিয়া বিভাগ প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত। চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সঙ্গে অত্র হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে চক্ষু বিষয়ক জটিল এবং উন্নত চিকিৎসাসেবা যেমন, ‘লেজার রিফ্লাকটিভ সার্জারি’ ও অন্যান্য লেজার সার্জারি করাসহ সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়াও অত্র হাসপাতালে স্লিপ ল্যাব প্রতিস্থাপন করা হয়েছে। এই স্লিপল্যাব সিএমএইচ ঢাকার একটি নতুন সংযোজনকৃত প্রকল্প যার মাধ্যমে ‘স্লিপ ডিস অর্ডার’ এর মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং এর উন্নত চিকিৎসাসেবা প্রদানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status