খেলা

অশ্বিনই ভাঙতে পারেন মুরালিধরনের রেকর্ড!

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:১৪ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। তার ৮০০ উইকেটের মাইলফলককে ধরা হয় অবিনশ্বর হিসেবেই! অথচ শ্রীলঙ্কান কিংবদন্তির গড়া সেই রেকর্ড নাকি ভেঙে ফেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার মনে করেন এমনটাই। ২০২১ সালে প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০তম উইকেট শিকার করেছেন অশ্বিন। ভারতের এই স্পিনার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত নিয়েছেন ৪২৭টি উইকেট। ভারতের ইতিহাসে অনিল কুম্বলে (৬১৯) ও কপিল দেবের (৪৩৪) পর সবচেয়ে বেশি উইকেট তার। বয়স ৩৫ চলছে অশ্বিনের। ভারতের মতো অসংখ্য প্রতিভাবান স্পিনারদের দেশে এই মুহূর্তে ফিট থেকে নিয়মিত টেস্ট খেলাটাই চ্যালেঞ্জিং হবে তার জন্যে। যদিও বাঙ্গার মনে করেন, কেবল ফিট থাকতে পারলেই মুরালিধরনের মাইলফলক টপকাতে পারবেন অশ্বিন। তিনি বলেন, ্তুলম্বা সময় ধরে যদি ফিট থাকে তাহলে মুরালিধরনের রেকর্ডকে সে (অশ্বিন) চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা মুরালিধরন নিজেই বলেছে, যদি কেউ এই রেকর্ড ভাঙতে পারে তাহলে সে হবে রবিচন্দ্রন অশ্বিন।্থ সে যেভাবে লম্বা স্পেল ধরে বোলিং করে, তা আমরা বর্তমান সময়ে কমই দেখতে পাই। টেস্টে যখন সে বোলিং করে তখন সে অফস্পিনে জোর দেয়। আমার মনে হয় সে মুরালির মাইলস্টোন অতিক্রম করতে পারবে। এমনকি সে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণভাবে ফিরে এসেছে। সামপ্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন অশ্বিন। নিউজিল্যান্ড সিরিজে দুই টেস্ট মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও লুফে নিয়েছেন অশ্বিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status