বাংলারজমিন

বন্দরখোলা ইউপিতে প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ১১:২৩ পূর্বাহ্ন

শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চান হাজী আব্দুর রহমান খাঁন সাদ্দাম। ডিজিটাল ইউনিয়ন গড়তে এবং জনগণের সেবা করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি।

ইতিমধ্যে ইউনিয়নের কয়েকটি জায়গায় করেছেন উঠান বৈঠকও। উঠান বৈঠকগুলোতে স্থানীয় ভোটারদের উপস্থিতি ছিলো ভরপুর। উপস্থিত ভোটাররা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজী আব্দুর রহমান খাঁন সাদ্দামকে সমর্থন করে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন।

হাজী আব্দুর রহমান খাঁন সাদ্দাম’র সমর্থনকারী ভোটাররা বলেন, সাদ্দাম একজন সৎ ও দানশীল ব্যক্তি। সে সব সময় মসজিদ মাদরাসা সহ এলাকার বিভিন্ন প্রয়োজনে নিয়মিতভাবে দান করে আসছে। বিপদে আপদে সবার পাশে দাঁড়ান তিনি। তার মতো মানুষকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারলে এলাকার উন্নয়ন হবে। এলাকার জনগণেরও উন্নয়ন হবে।

এলাকার নানা পেশার মানুষের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, করোনার এই মহাদুর্যোগেও হাজী আব্দুর রহমান খান সাদ্দাম শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেতে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। হাজী আব্দুর রহমান খাঁন সাদ্দাম সব সময় গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে থাকেন এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো করতে সর্বদা সচেষ্ট থাকেন।

হাজী আব্দুর রহমান খাঁন সাদ্দাম সকলের দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমি আমার সাধ্যমত আমার এলাকার মানুষের বিপদে আপদে সবসময় তাদের পাশে ছিলাম। ইউনিয়নের সামাজিক উন্নয়নে সবসময় কাজ করার চেষ্টা করেছি। নিজের পাশাপাশি সরকারের সুযোগ-সুবিধা সঠিকভাবে আপনাদের মাঝে প্রদান করে আমার সেবাকে আরও প্রসারিত করার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এসেছি।

তিনি আরোও বলেন, যদি বন্দরখোলা ইউনিয়নবাসী তাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে, তাহলে বন্দরখোলা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ইউনিয়নের প্রত্যেকটি মানুষের দাড় গৌরায় ইউনিয়নের সেবা পৌঁছে দিবো। ইউনিয়ন পরিষদে সনদ পেতে হয়রানি ও টাকার প্রয়োজন পড়বে না। আমি ইউনিয়নবাসীকে সর্বোচ্চ সেবা দিবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status