বিনোদন
আলাপন
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে -অরুণা বিশ্বাস
মাজহারুল তামিম
৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ১১:১৩ পূর্বাহ্ন

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। সিনেমায় এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি একজন নাট্য পরিচালক হিসেবেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি প্রথমবার একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন। সরকারি অনুদানে নির্মিতব্য ছবিটির নাম ‘অসম্ভব’। বর্তমানে এই ছবির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন অরুণা বিশ্বাস। ব্যস্ততার এক ফাঁকেই কথা বলেছেন মানবজমিনের সঙ্গে। এতোদিন তো সিনেমায় ক্যামেরার সামনে কাজ ছিল। অভিনয় করতেন। এখন ক্যামেরার পেছনে। এই জার্নিটা কেমন? অরুণা বিশ্বাস বলেন, একজন নির্মাতার দায়িত্ব আসলে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে। শিল্পীর জামা-কাপড় ঠিক করে দেয়া থেকে শুরু করে অভিনয় বোঝানো সব কিছুই করছি। সবমিলিয়ে ভালোই যাচ্ছে। পরিচালনাটা উপভোগই করছি বলা যায়। দৃশ্যধারণের কাজ তাহলে সুন্দরভাবেই হচ্ছে? এ অভিনেত্রী বলেন, হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে না। আরামেই কাজটা তুলতে পারছি। কারণ আমার শিল্পীরা খুবই কো-অপারেটিভ। সবার মধ্যে বোঝাপড়াটাও ভালো হয়ে গেছে। যার কারণে সুবিধা হচ্ছে। কোথায় শুটিং করছেন? প্রথম লটে আর কতদিন শুটিং করবেন? অরুণা বলেন, এখন মানিকগঞ্জে শুটিং করছি। এখানে ৭ ডিসেম্বর পর্যন্ত শুটিং করবো। এখানে প্রথম লটের কাজ শেষ হয়ে যাবে। তারপর আবার ঢাকায় কাজ আছে। অভিনয় না পরিচালনা। কোন দায়িত্বটা কঠিন বেশি আপনার কাছে? অরুণা বিশ্বাসের উত্তর- আমি কিন্তু এ সিনেমায় অভিনয়ও করছি। শুধু পরিচালনা না। আসলে কোনটা কঠিন কোনটা সহজ এরকম বিবেচনা করতে চাই না। দুটো দায়িত্বই উপভোগ করছি। শুনলাম আরও একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন? অরুণা বিশ্বাস বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। আগে এই কাজটা সুন্দরভাবে শেষ করাটাই লক্ষ্য। এরপর যাই করি অবশ্যই তো জানাবো।